Country

2 days ago

Squash cultivation in kangra: এই প্রথমবার, হিমাচলের উর্বর মাটিতে হলুদ স্কোয়াশের ফলন শুরু

Yellow squash makes debut in Kangra valley
Yellow squash makes debut in Kangra valley

 

কাংড়া, ৩ মে : এই প্রথমবার হিমাচল প্রদেশের কাংড়া জেলার উর্বর মাটিতে হলুদ স্কোয়াশের ফলন শুরু হয়েছে। কাংড়া জেলার গাগ্গলের কাছে কান্দ্রেহাদ পঞ্চায়েতের অন্তর্গত পাটোলা গ্রামের কৃষক বলবীর সাইনির অগ্রণী প্রচেষ্টার ফলে উর্বর মাটিতেও হলুদ স্কোয়াশের ফলন হয়েছে। কৃষিক্ষেত্রে দূরদর্শী চিন্তাভাবনার পদ্ধতির জন্য পরিচিত সাইনির এই সাফল্য কৃষিক্ষেত্রে এক নতুন মোড় এনেছে। সবুজ স্কোয়াশ চাষের জন্য পরিচিত সাইনি কোরিয়ান জাতের হলুদ স্কোয়াশ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করার সিদ্ধান্ত নেন। ফলাফল অসাধারণ পেয়েছেন তিনি। বর্তমানে স্থানীয় বাজারে সবুজ স্কোয়াশ প্রতি কেজি প্রায় ২০ টাকায় পাওয়া যায়, যেখানে হলুদ স্কোয়াশের দাম ৪৫ টাকা প্রতি কেজি। নতুন ফসলের অভিনবত্ব এবং পুষ্টিগুণ মনোযোগ আকর্ষণ করেছে, আশেপাশের গ্রামের কৌতূহলী কৃষকরা সোনালী ফসল দেখতে এবং এর চাষ সম্পর্কে জানতে সাইনির জমিতে আসছেন।

You might also like!