Country

11 hours ago

Kiren Rijiju: ভারত সর্বদা শান্তির পক্ষে, প্রতিক্রিয়া কিরেন রিজিজুর

Union Minister Kiren Rijiju
Union Minister Kiren Rijiju

 

লেহ, ১৯ মে : ভারত সর্বদা শান্তির পক্ষে, এই বার্তা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। তাঁর কথায়, পাকিস্তান মদতপুষ্ট সন্ত্রাসবাদ এবং আমাদের নিরীহ নাগরিকদের হত্যার কারণে, প্রধানমন্ত্রী মোদী অপারেশন সিঁদুর শুরু করেছিলেন এবং ভারতীয় সশস্ত্র বাহিনী দেখিয়ে দিয়েছে, তাঁরা কী করতে পারে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অব্যাহত লড়াইয়ের অবস্থান তুলে ধরতে গুরুত্বপূর্ণ অংশীদার দেশগুলিতে সর্বদলীয় প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। এ বিষয়ে সোমবার লেহ-তে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, "ভারত সর্বদা শান্তিকে সমর্থন করে। ভারতের প্রতিনিধিদল বিভিন্ন দেশে যাচ্ছে এবং ভারতের পক্ষ তুলে ধরবে। বিশ্বকে জানানো গুরুত্বপূর্ণ যে, ভারত শান্তিকে সমর্থন করে এবং যারা সন্ত্রাসবাদকে সমর্থন করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং বিশ্বেরও একই সমর্থন করা উচিত।" সর্বদলীয় প্রতিনিধিদলের সদস্যদের নির্বাচনের বিষয়ে লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা রাহুল গান্ধীর টুইটের বিষয়ে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, "এটি রাজনীতির বিষয় নয়। এই প্রতিনিধিদলগুলি কোনও দলের প্রতিনিধিত্ব করবে না, বরং দেশের প্রতিনিধিত্ব করবেন।"


You might also like!