রাঁচি, ১ সেপ্টেম্বর : রাঁচি ও ধানবাদের প্রায় তিন লক্ষ বিদ্যুৎ গ্রাহকের পুরনো মিটার পরিবর্তন করে স্মার্ট মিটার দেওয়া হয়েছে। তার মধ্যে রাঁচিতেই প্রায় আড়াই লক্ষ গ্রাহকের ঘরে স্মার্ট মিটার বসানো হয়েছে। জানা গেছে, ১ সেপ্টেম্বর থেকে এই মিটার কার্যকরী হবে।
উল্লেখ্য, স্মার্ট মিটার রিচার্জ করলে তবেই গ্রাহকরা বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন। ঝাড়খণ্ড বিদ্যুৎ বিভাগ ১ সেপ্টেম্বর থেকে এই ব্যবস্থা চালু করেছে। যাদের বাড়িতে স্মার্ট মিটার বসানো হয়েছে তাদের পুরনো বিদ্যুৎ বিল জমা দিতে বলা হয়েছে। কিন্তু দেখা গেছে, পুরনো মিটারের বিদ্যুৎ বিল জমা দেননি অনেকেই। এই প্রেক্ষিতে বকেয়া বিদ্যুৎ বিল জমা দেওয়ার তারিখ ৩০ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানা গেছে। গ্রাহকদের মোবাইল নম্বর নথিভুক্ত করার জন্য বিশেষ ক্যাম্পের আয়োজন করা হবে বলেও জানা গেছে।