Country

1 month ago

Maharashtra: এক দফায় মহারাষ্ট্রে ২০ নভেম্বর ভোট, গণনা ওই মাসের ২৩ তারিখ

In one phase Maharashtra polls on November 20
In one phase Maharashtra polls on November 20

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করলো নির্বাচন কমিশন। এক দফায় মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ২০ নভেম্বর, গণনা হবে ওই মাসের ২৩ তারিখ। মহারাষ্ট্রে মোট বুথ এক লক্ষের বেশি। সেই সংখ্যা ১,০০,১৮৬। ওই রাজ্যে মহিলা চালিত বিশেষ বুথ হবে। সেই সংখ্যা ৩৮৮। শহরে বুথের সংখ্যা ৪২,৬০৪। গ্রামে বুথের সংখ্যা ৫৭,৫৮২। মোট ভোটারের সংখ্যা ৯.৬৩ কোটি। মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের সময় সব বুথে চলবে ভিডিয়োগ্রাফি। সি-ভিজিলে অভিযোগ জমা করার সুযোগ থাকবে।

মঙ্গলবার বিকেল সাড়ে ৩টে নাগাদ দিল্লির বিজ্ঞান ভবনে একটি সাংবাদিক বৈঠক করে মহারাষ্ট্র ও ঝাড়খণ্ড এই দুই রাজ্যের ভোটের দিনক্ষণ ঘোষণা করছেন নির্বাচন কমিশনের আধিকারিকেরা। সাংবাদিক বৈঠক করেন দেশের মুখ্য নির্বাচনী কমিশনার রাজীব কুমার এবং অন্য দুই নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমার ও ডঃ এস এস সান্ধু। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেছেন, দুই রাজ্যে বিধানসভা নির্বাচন হবে অবাধ এবং স্বচ্ছ। এই নিয়ে কর্মী, আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। পানীয়, নগদ বিলির উপর কড়া নজর রাখা হবে। সীমানায় চলবে কড়া নজরদারি। তবে সাধারণ মানুষের যাতে সমস্যা না হয়, তা দেখা হবে।

মহারাষ্ট্রের মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ২৯ অক্টোবর, স্ক্রুটিনি হবে পরবর্তী দিন ৩০ অক্টোবর। মনোনয়ন প্রত্যাহারের অন্তিম দিন ৪ নভেম্বর। এরপর মহারাষ্ট্রে এক দিনেই ভোট হবে ২০ নভেম্বর, ২৩ তারিখ গণনা হবে। ভোটের দিনক্ষণ ঘোষণার সঙ্গে সঙ্গেই নির্বাচনী আচরণবিধি লাগু হয়ে গেল।

You might also like!