Country

10 months ago

Congress leader Acharya Pramod Krishnam:মোদী না করলে কি পাক প্রধানমন্ত্রী সংসদের উদ্বোধন করবেন', দলীয় নেতার মন্তব্যে বিপাকে কংগ্রেস

Congress leader Acharya Pramod Krishnam
Congress leader Acharya Pramod Krishnam

 

নয়াদিল্লি, ২৫ মে :"দেশের প্রধানমন্ত্রী দেশের সংসদ উদ্বোধন না করলে কে করবে? ভারতের প্রধানমন্ত্রী যদি ভারতের সংসদ উদ্বোধন না করেন তাহলে পাকিস্তানের প্রধানমন্ত্রী করবেন?" কংগ্রেস সহ মোট ১৯টি বিরোধী দল নতুন সংসদ ভবনের উদ্বোধন অনুষ্ঠান বয়কটের ডাকের মাঝে কংগ্রেসকে অস্বস্তিতে ফেলে এই ভাষাতেই সরব হলে কংগ্রেস নেতা আচার্য প্রমোদ কৃষ্ণম।

সংসদ ভবন উদ্বোধনের অনুষ্ঠান বয়কট প্রসঙ্গে এই কংগ্রেস নেতা বলেছেন, 'নতুন সংসদ ভবন নিয়ে বিতর্ক কেন? ভারতের সংসদ বিজেপির সম্পত্তি নয়। বুঝতে হবে দেশের প্রধানমন্ত্রী দেশের সংসদ উদ্বোধন না করলে কে করবে? ভারতের প্রধানমন্ত্রী যদি ভারতের সংসদ উদ্বোধন না করেন তাহলে পাকিস্তানের প্রধানমন্ত্রী করবেন?' আচার্য প্রমোদের কথায়, 'মোদীর বিরোধিতা করার অধিকার আমাদের আছে। কিন্তু দেশের বিরোধিতা করার অধিকার আমাদের নেই। আমি বিরোধীদের কাছে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করছি।'

প্রসঙ্গত, আগামী ২৮ মে, রবিবার উদ্বোধন হতে চলেছে দেশের নতুন সংসদভবন। এর আগে লোকসভার সচিবালয় থেকে সংসদ ভবন উদ্বোধন করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে অনুরোধ পাঠানো হয়। এরপরই রাহুল গান্ধী দাবি তোলেন, প্রধানমন্ত্রী নয়, বরং রাষ্ট্রপতিকে দিয়ে সংসদ ভবনের উদ্বোধন করানো উচিত। তারপর অন্যান্য বিরোধী নেতারাও এই একই দাবি তোলেন।

এর আগে সংসদ ভবনের ওপরে থাকা অশোকস্তম্ভ নিয়েও জোর বিতর্ক হয়েছিল। সেই স্তম্ভের সিংহগুলি 'হিংস্র' বলে অভিযোগ করা হয়। এই নিয়ে মামলা করা হয় আদালতে। তবে আদালতের তরফে জানিয়ে দেওয়া হয়, সংসদভবনের মাথায় বসানো অশোক স্তম্ভের সিংহ বেআইনি নয়। এই সিংহের আত্মপ্রকাশ হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরেই।

You might also like!