Country

10 months ago

New Parliament Building : সেঙ্গোলের ইতিহাস অস্বীকার করা লজ্জাজনক, কংগ্রেস কেন ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে ঘৃণা করে : অমিত শাহ

Amit Shah on Sengol
Amit Shah on Sengol

 

নয়াদিল্লি, ২৬ মে : কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ। কংগ্রেসকে বিঁধে শুক্রবার টুইটে অমিত শাহ লিখেছেন, নিজেদের আচরণের প্রতিফলন ঘটাতে হবে কংগ্রেসকে। একইসঙ্গে অমিত শাহের প্রশ্ন, কংগ্রেস কেন ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে এতটা ঘৃণা করে?

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুক্রবার টুইট করে লিখেছেন, "কংগ্রেস কেন ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে এতটা ঘৃণা করে? ভারতের স্বাধীনতার প্রতীক হিসেবে তামিলনাড়ুর একটি পবিত্র শৈব মঠ পন্ডিত নেহরুকে একটি পবিত্র ''সেঙ্গোল'' দিয়েছিল, কিন্তু ''হাঁটার লাঠি'' হিসেবে তা জাদুঘরে নির্বাসিত করা হয়েছিল...কংগ্রেস অধীনমের ইতিহাসকে বোগাস বলছে! নিজেদের আচরণের বদল ঘটাতে হবে কংগ্রেসকে। 

উল্লেখ্য, নতুন সংসদ ভবনে পাকাপাকি ভাবে স্থান পেতে চলেছে এই সেঙ্গল। রবিবার সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এই সেঙ্গল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে তুলে দেওয়া হবে। সেটিকে স্পিকারের চেয়ারের সামনে রাখা হবে। বিশেষ বিশেষ অনুষ্ঠানে সেটিকে প্রকাশ্যে আনা হবে। 

You might also like!