Country

4 hours ago

Northeast India rain alert:উত্তর-পূর্ব ও দক্ষিণ ভারতে ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

heavy rain forecast India
heavy rain forecast India

 

নয়াদিল্লি, ৪ আগস্ট : উত্তর-পূর্ব ও দক্ষিণ ভারতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করলো ভারতীয় আবহাওয়া দফতর (এএমডি)। উত্তর-পূর্ব ও দক্ষিণ ভারতের পাশাপাশি পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আইএমডি পূর্বাভাসে জানিয়েছে, আগামী ৭ দিন উত্তর-পূর্ব ও পূর্ব ভারতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে।

আইএমডি-র পূর্বাভাস অনুসারে, অসম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, পশ্চিমবঙ্গের হিমালয় পাদদেশ, সিকিম ও বিহারে এই মাসের ৯ তারিখ পর্যন্ত ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এদিকে, আগামী ৫ দিন ধরে তামিলনাড়ু, উপকূলীয় এবং দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটক, কেরল এবং লাক্ষাদ্বীপে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। ভারতীয় আবহাওয়া দফতর আরও জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ এবং হরিয়ানায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরাখণ্ডের কিছু অংশ ও দেহরাদূনে ভারী বৃষ্টিপাতের কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে। সোমবার সকালে মুষলধারে বৃষ্টিপাত হয় দেহরাদূনে।


You might also like!