কোঝিকোড়, ২৭ মে : ভারী বৃষ্টিপাতের কারণে কেরলে স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়েছে। মঙ্গলবারেও কেরলে ভারী বৃষ্টিপাত হয়ে চলেছে। নিচু এলাকাগুলি বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে। ফলে বহু রাস্তায় যানজট তৈরি হয়। উল্লেখ্য, গত সোমবার রাত থেকে রেললাইনে বেশকিছু গাছ উপড়ে পড়ে উদ্বেগ বাড়িয়েছে। প্রসঙ্গত, কোঝিকোড়-আরিকোড় রুটে একটি বিশাল গাছ উপড়ে পড়ার পরে একটি বিদ্যুতের তার রেল লাইনের উপরে পড়ে। এমনটাই জানা গিয়েছে জেলা কর্তৃপক্ষ সূত্রে।