Breaking News
 
GOAT Tour: কলকাতায় মেসি-উন্মাদনা—কিং খানের সঙ্গে ফ্রেমবন্দি আর্জেন্তাইন মহাতারকা Shivraj Patil death: অসুস্থতা কেড়ে নিল প্রাণ, প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ পাটিল Khaleda Zia's Health Deteriorates: শারীরিক অবস্থার অবনতি, ভেন্টিলেশনে খালেদা জিয়া WB HS Exam: বড় স্বস্তি পেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা! প্রশ্নপত্র পড়ার জন্য এবার দেওয়া হবে অতিরিক্ত ১০ মিনিট—শিক্ষা সংসদের গুরুত্বপূর্ণ ঘোষণা Hardik Pandya: মাহিকা আসায় জীবন বদলে গেছে! পাপারাজ্জিদের সঙ্গে বিতর্কের পর প্রেমিকার প্রশংসায় পঞ্চমুখ হার্দিক পান্ডিয়া Humayun Kabir: বিস্ফোরক অভিযোগ! সৌদি আরবের ক্বারী এনেছেন বলে দাবি, কিন্তু তারা রাজ্যেরই বাসিন্দা—মসজিদের শিলান্যাস করে ফের বিতর্কে হুমায়ুন

 

Country

1 year ago

Narendra Modi: ঈশ্বরের দূত তিনি! উপলব্ধি নরেন্দ্র মোদীর

Narendra Modi (File Picture)
Narendra Modi (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ 'ঈশ্বর আমাকে বিশেষ কাজের দায়িত্ব দিয়ে এ পৃথিবীতে পাঠিয়েছেন। আমি বিশ্বাস করতে শুরু করেছি, জৈবিক পদ্ধতিতে আমার জন্ম হয়নি।' প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই উপলব্ধি লোকসভা ভোটের মাঝে এখন জোর চর্চায়। কী ভাবে এমনটা উপলব্ধি হল তাঁর? সে ব্যাখ্যা দিয়েছেন নরেন্দ্র মোদী।

বারাণসী কেন্দ্র থেকে এ বছরও লোকসভার লড়াইয়ে রয়েছেন নরেন্দ্র মোদী। আগামী ১ জুন বারাণসী কেন্দ্রের ভোটগ্রহণ। তার আগে ধুমধুম করে সেই কেন্দ্র থেকে মনোনয়ন জমা করেছেন প্রধানমন্ত্রী। মনোনয়ন জমার আগে তিনি কাশীতে দশাশ্বমেধ ঘাটে গঙ্গাপুজো করেন। সেখানেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেছিলেন, ‘আমার মা গত হয়েছেন। আমি নিজেকে মা গঙ্গার কোলে সঁপে দিলাম।’

নরেন্দ্র মোদীর ঈশ্বর-ভক্তি কারও অজানা নয়। রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার আগে তাঁর কঠোর সংকল্প হোক কিংবা দেশের একাধিক মন্দির দর্শন, প্রায়শই আধ্যাত্মিক প্রতিচ্ছ্ববি ক্যামেরাবন্দি হয়। এবার তিনি নিজেকে ঈশ্বরের পাঠানো দূত বলে উল্লেখ করলেন। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক সাক্ষাৎকারে দাবি করলেন, 'আমার জন্ম জৈবিক ভাবে হয়নি। নির্দিষ্ট কিছু কাজ করার জন্য আমাকে স্বয়ং ঈশ্বর পৃথিবীতে পাঠিয়েছেন।' তাঁকে সাংবাদিক প্রশ্ন করেছিলেন, ‘আপনি কখনও ক্লান্ত হন না কেন?’ তখনই মোদীর ব্যাখ্যা, 'মা যতদিন জীবিত ছিলেন, আমার মনে হতো আমি হয়তো তাঁর গর্ভ থেকে জৈবিক ভাবেই জন্মেছি। কিন্তু, মা চলে যাওয়ার পর আমি সমস্ত অভিজ্ঞতাগুলিকে বিচার করে উপলব্ধি করলাম, এবং তা থেকে নিশ্চিত হলাম, পরমাত্মা ঈশ্বরই আমায় এ পৃথিবীতে পাঠিয়েছে। তিনিই আমায় দিয়ে সব কাজ করাচ্ছেন।'

কিছুটা সাফাইয়ের সুরে প্রধানমন্ত্রী বলেন, 'হয়তো আমি ভুল হতে পারি। আমার সমালোচক এবং বামপন্থীরা তো আমাকে ছিঁড়ে খাবে। চুল কেটে নেবে। তাও বলছি পরমাত্মা ঈশ্বরই আমাকে পাঠিয়েছেন। এই শক্তি জৈবিক দেহ থেকে উৎপন্ন হতেই পারে না। আমাকে তা ঈশ্বর দিয়েছেন তাঁর কিছু কাজ করে দেওয়ার জন্য।’ নরেন্দ্র মোদীর আরও ব্যাখ্যা, 'ভগবান আমায় যোগ্যতা, অনুপ্রেরণা, সুচিন্তা এবং ধর্ম-অর্থ-কাম-মোক্ষর মতো গুণগুলি দিয়েই পাঠিয়েছেন। তিনিই আমায় সব কাজ সম্পন্ন করার শক্তি জুগিয়ে চলেছেন। আমি কে, আমি একটা ইনস্ট্রুমেন্ট মাত্র। আমি যা করি মনে করি ঈশ্বরই তা আমার থেকে পেতে চাইছেন, তাই এ ভাবে করিয়ে নিচ্ছেন। তিনিই পথ দেখাচ্ছেন।’

প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পর তাঁর ‘আবির্ভাব’ নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। পক্ষে বিপক্ষে যেমন চলছে জোর তর্ক, তেমনই বন্যা বয়ে যাচ্ছে মিমের। কেউ কেউ এমন প্রশ্নও তুলেছেন, ‘তা হলে কি মোদী তাঁর মাতৃগর্ভকেই অস্বীকার করছেন? পৃথিবীতে নিজের আসা নিয়ে যে অধ্যাত্মবোধের কথা তিনি বলছেন, তা একদিনে হতে পারে না।’

সম্প্রতি পুরী লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী সম্বিত পাত্রর একটি মন্তব্য ঘিরে তোলপাড় পড়ে গিয়েছিল। তিনি জগন্নাথদেবকে নরেন্দ্র মোদীর ভক্ত বলে উল্লেখ করে বিপাকে পড়েছিলেন। বিতর্কের মুখে শেষ পর্যন্ত তাঁকে ক্ষমা চাইতে হয়। এমনকী, উপোস করে প্রায়শ্চিত্তও করেন সম্বিত পাত্র।

You might also like!