দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-মালয়েশিয়া থেকে নেওয়া প্রযুক্তি আল্ট্রা-এনফোর্সমেন্ট কংক্রিট ব্যবহার করে সেতু ও মেট্রো নির্মাণের খরচ ২৫ শতাংশ কমাতে সরকার কাজ করছে। এমনটাই বললেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গড়করি। দিল্লিতে নীতি আয়োগ আয়োজিত আন্তর্জাতিক মিথানল সম্মেলনের উদ্বোধনে সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি বলেছেন, বায়োডিজেল এবং বিকল্প জ্বালানি রফতানির বিশাল সম্ভাবনা রয়েছে।
তিনি যোগ করেছেন, ভারতে বিশ্বের তৃতীয় বৃহত্তম অটোমোবাইল শিল্প রয়েছে, যার আকার ২২ লক্ষ কোটি টাকা। কেন্দ্রীয় মন্ত্রী গড়করি আরও বলেন, অটোমোবাইল শিল্প দেশের প্রায় ১ কোটি ৫০ লাখ যুবকের কর্মসংস্থান তৈরি করেছে।