নয়াদিল্লি, ১৮ ফেব্রুয়ারি : কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু মঙ্গলবার দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে হজ যাত্রীদের জন্য ফিটনেস সচেতনতা কর্মসূচিতে অংশ নেন। হজ যাত্রীদের সুস্থতা ও ফিটনেসের ওপর জোর দিয়েছেন তিনি। কিরেন রিজিজু বলেন, হজ যাত্রার জন্য ফিটনেস প্রশিক্ষণ দেওয়া খুবই জরুরি।
কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, "ভারত থেকে প্রচুর সংখ্যক মানুষ হজ যাত্রায় যান। এ জন্য স্বাস্থ্য ভালো থাকা খুবই গুরুত্বপূর্ণ। দিল্লি হজ কমিটি খুব ভালো ব্যবস্থা করেছে। হজ যাত্রার জন্য ফিটনেস ট্রেনিং দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। যাতে সেখানে পৌঁছনোর পর তাঁদের কোনও সমস্যা না হয়। আমি দিল্লি হজ কমিটি এবং পুরো টিমের প্রশংসা করতে চাই। তারা খুব ভালো কাজ করেছে।"দিল্লি রাজ্য হজ কমিটির চেয়ারপার্সন এবং বিজেপি নেত্রী কাউসার জাহান বলেন, "হজ যাত্রায় শারীরিক সুস্থতা একটি প্রধান ভূমিকা পালন করে৷ আমরা হজযাত্রীদের মধ্যে শারীরিক সুস্থতা সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য এই কর্মসূচির আয়োজন করেছি৷ আমি কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুকে ধন্যবাদ জানাই, যিনি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন৷"