Country

1 month ago

Election Commission:লোকসভা নির্বাচনের প্রথম দফার বিজ্ঞপ্তি জারি, বিশদ তথ্য জানাল নির্বাচন কমিশন

Election Commission
Election Commission

 

নয়াদিল্লি, ২০ মার্চ : আসন্ন লোকসভা নির্বাচনের প্রথম দফার বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন। প্রথম দফার এই ভোটগ্রহণ হবে আগামী ১৯ এপ্রিল। বুধবার লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটের বিজ্ঞপ্তি জারি করে বিশদ তথ্য প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশন জানিয়েছে, বিহারে মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন ২৮ মার্চ। এছাড়াও অরুণাচল প্রদেশ, অসম, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, রাজস্থান, সিকিম, তামিলনাড়ু, ত্রিপুরা, উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, পশ্চিমবঙ্গ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, জম্মু ও কাশ্মীর, লাক্ষাদ্বীপ এবং পুদুচেরিতে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ২৭ মার্চ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিহারের জন্য মনোনয়ন স্ক্রুটিনি হবে ৩০ মার্চ এবং অন্যান্য রাজ্যের ক্ষেত্রে ২৮ মার্চ মনোনয়ন স্ক্রুটিনি করা হবে।" নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুসারে, ২ এপ্রিল বিহারের জন্য প্রার্থী পদ প্রত্যাহারের শেষ তারিখ এবং অরুণাচল প্রদেশ, অসম, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, রাজস্থান, সিকিম, তামিলনাড়ু, ত্রিপুরা, উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, পশ্চিমবঙ্গ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, জম্মু ও কাশ্মীর, লাক্ষাদ্বীপ এবং পুদুচেরিতে প্রার্থী পদ প্রত্যাহারের শেষ দিন ৩০ মার্চ। প্রসঙ্গত, এবারের লোকসভা নির্বাচন হবে ৭-দফায়। ১৯ এপ্রিল হবে প্রথম দফার ভোট।


You might also like!