Country

4 weeks ago

Nirmala Sitharaman:অর্থমন্ত্রীর পকেট শূন্য!ভোটে লড়ছেন না নির্মলা; ইলেক্টোরাল বন্ড নিয়ে তোপ বিরোধীদের

Nirmala Sitharaman
Nirmala Sitharaman

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দেশের অর্থমন্ত্রী তিনি।তাঁরই অর্থের অভাবে ভোটে লড়াই করা হল না! এমনটা আর কেউ নন, জানিয়েছেন খোদ নির্মলা সীতারমণ। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের আলোচনা সভায় অংশ নিয়ে এই বিষয়ে খোলসা করেন তিনি। অর্থমন্ত্রী জানান, বিজেপির তরফ থেকে তাঁকে প্রার্থী হতে বলা হয়েছিল ৷ কিন্তু প্রয়োজনায় টাকা না-থাকায় নির্বাচনে না লড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি ৷ পাশাপাশি দেশের সব দলই নির্বাচনী বন্ডের সুবিধা নিয়েছে। তাই কারও অভিযোগ করা উচিত নয় বলে মনে করেন অর্থমন্ত্রী। এভাবেই কংগ্রেস-সহ বাকি দলগুলিকে আক্রমণ করেন নির্মলা।

তাঁর কথায়, "দলীয় সভাপতি জেপি নাড্ডা আমায় অন্ধ্রপ্রদেশ অথবা তামিলনাড়ু থেকে লোকসভা নির্বাচনে লড়তে বলেছিলেন ৷ সপ্তাহখানেক ভাবনা চিন্তা করে আমি তাঁকে জানাই নির্বাচনে লড়ব না ৷ ভোটে দাঁড়াতে যে পরিমাণ অর্থের প্রয়োজন তা আমার কাছে নেই ৷ তাছাড়া অন্ধ্রপ্রদেশ বা তামিলনাডু কোনও জায়গারই আবহাওয়া আমার ভালো লাগে না ৷"

পাশাপাশি এই দুটি রাজ্যের কোনও আসন থেকে নির্বাচনে লড়লে আরও বেশ কিছু অস্বস্তিকর প্রশ্নের মুখে তাঁকে দাঁড়াতে হবে বলে মনে করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ এরপরই তাঁর কাছে জানতে চাওয়া হয়, দেশের অর্থমন্ত্রীর ভোটে লড়ার অর্থ নেই, এটা কেমন করে সম্ভব ! নির্মলার সাফ জবাব, "আমার বেতন বা অন্য সূত্র থেকে হওয়া রোজগার সেটা একান্তই আমার ৷" এই বক্তব্য থেকেই নির্মলার মনোভাবের স্পষ্ট ইঙ্গিত মেলে ৷

ইতিমধ্যেই দেশের অর্থমন্ত্রীকে রাজ্যসভায় পাঠিয়েছে বিজেপি ৷ তাঁর পাশাপাশি মোদি মন্ত্রিসভার আরও কয়েকজন সদস্যকেও রাজ্যসভায় পাঠিয়েছে বিজেপি ৷ তার মধ্যে পীযূষ গোয়েল, ভূপেন্দ্র যাদব, রাজীব চন্দ্রশেখর, মুকেশ মান্ডিয়া, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া আসন্ন নির্বাচনে লড়ছেন ৷ তবে ভোটে দাঁড়াচ্ছেন না নির্মলা ৷


You might also like!