ভোপাল, ৭ মার্চ : ষোলোতম অর্থ কমিশনের প্রতিনিধি দল মধ্যপ্রদেশে ৪ দিনের সফরে রয়েছে। সফরের শেষ দিনে শুক্রবার, প্রতিনিধি দল ইন্দোর বিভাগের বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করবে। প্রতিনিধি দলে অর্থ কমিশনের চেয়ারম্যান ড. অরবিন্দ পনগড়িয়া সহ ৮ জন সদস্য রয়েছেন। জনসংযোগ আধিকারিক মহীপাল অজয় জানান, প্রতিনিধি দল পিথমপুরে এসইজেড-এর পরিদর্শন করবে। এরপর তারা ইন্দোরে দেবগুড়াড়িয়া বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শনে যাবে এবং পরে ওংকারেশ্বর মন্দিরও ঘুরে দেখবে। অর্থ কমিশনের প্রতিনিধি দলে চেয়ারম্যান ড. পনগড়িয়া ছাড়াও সদস্য অজয় নারায়ণ ঝা, এনি জর্জ ম্যাথু, ড. মনোজ পান্ডা, ড. সৌম্যাকান্তি ঘোষ, ঋত্বিক পান্ডে, কেকে মিশ্র ও কুমার বিবেক রয়েছেন।