Country

2 weeks ago

Ramoji Rao passes away today:মিডিয়া জগতে নক্ষত্র-পতন, প্রয়াত রামোজি ফিল্ম সিটির প্রতিষ্ঠাতা রামোজি রাও

Baron Ramoji Rao
Baron Ramoji Rao

 

হায়দরাবাদ, ৮ জুন : প্রয়াত হয়েছেন আইকনিক মিডিয়া ব্যারন রামোজি রাও। শনিবার ভোররাতে তাঁর মৃত্যু হয়। রামোজি রাওয়ের বয়স হয়েছিল ৮৭ বছর। ঘনিষ্ঠ সূত্রে খবর, উচ্চ রক্তচাপ এবং শ্বাসকষ্টের জন্য তাঁকে ৫ জুন হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার ভোররাত ৩.৪৫ মিনিট নাগাদ হায়দরাবাদের স্টার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ইটিভি নেটওয়ার্ক এবং রামোজি ফিল্ম সিটির প্রধান রামোজি রাও শনিবার ভোররাতে হায়দরাবাদে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। উচ্চ রক্তচাপ এবং শ্বাসকষ্টের কারণে ৫ জুন হায়দরাবাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ইতিমধ্যেই সিনিয়র বিজেপি নেতা জি কিষাণ রেড্ডি তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। বলেন, তেলুগু মিডিয়া এবং সাংবাদিকতায় তাঁর উল্লেখযোগ্য অবদান ‘বিশেষ প্রশংসনীয়’।

রামোজি রাও ছিলেন খ্য়াতনামা ভারতীয় চলচ্চিত্র প্রযোজক এবং প্রযোজনা সংস্থা উষাকিরণ মুভিজের প্রধান। তিনি জাতীয় পুরস্কার এবং দুটি ফিল্মফেয়ার পুরস্কার জিতেছিলেন।

You might also like!