Country

1 year ago

Ex CM Mahabuba Mufte house arrest : ফের গৃহবন্দি মেহবুবা মুফতি

Ex CM Mahabuba Mufte house arrest
Ex CM Mahabuba Mufte house arrest

 

শ্রীনগর, ২১ আগস্ট ( হি.স.) : ফের নিজের বাড়িতে গৃহবন্দী করা হয়েছে জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিকে। মেহবুবা মুফতির নিরাপত্তার কথা মাথায় রেখে এই আটক করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। রবিবার একটি টুইট বার্তায়, মেহবুবা বলেন, ভারত সরকারের কঠোর নীতির কারণে কাশ্মীরি পন্ডিতদের দুর্দশাকে মেনে নিয়ে পালিয়েছেন। আর যারা পালিয়ে যেতে পছন্দ করেনি তাদের দুর্ভাগ্যজনকভাবে হত্যার দিকে ঠেলে দেওয়া হয়েছে। আজ ফের আমাকে গৃহবন্দী করা হয়েছে। মেহবুবা মুফতি টুইটে আরও বলেন, আজ চোটিগামে সুনীল কুমারের পরিবারের সঙ্গে দেখা করার আমার প্রচেষ্টা প্রশাসন ব্যর্থ করেছে। অন্যদিকে প্রশাসনের দাবি, মেহবুবার নিরাপত্তার কথা মাথায় রেখে তাকে বাড়ির ভিতরে রাখা হয়েছে।

You might also like!