নয়াদিল্লি, ১৯ ফেব্রুয়ারি : নতুন মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন জ্ঞানেশ কুমার। বুধবার সকালে নতুন মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন ১৯৮৮ ব্যাচের প্রাক্তন আইএএস অফিসার জ্ঞানেশ কুমার। দায়িত্ব নেওয়ার পরই জ্ঞানেশ কুমার বলেছেন, নির্বাচন কমিশন সর্বদা ভোটারদের পাশে ছিল, আছে ও থাকবে।
জ্ঞানেশ কুমার বলেছেন, "দেশ ঠনের প্রথম ধাপ হলো ভোট। অতএব, ভারতের প্রতিটি নাগরিক যিনি ১৮ বছর বয়স পূর্ণ করেছেন তাঁদের একজন নির্বাচক হওয়া উচিত এবং সর্বদা ভোট দেওয়া উচিত। ভারতের সংবিধান, নির্বাচনী আইন, বিধি ও নির্দেশনা অনুযায়ী ভারতের নির্বাচন কমিশন ভোটারদের পাশে ছিল, আছে এবং থাকবে।"
জ্ঞানেশ কুমার সংসদ বিষয়ক মন্ত্রকের সচিব হিসেবে দায়িত্বভার পালন করেছেন। সদ্য প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের সঙ্গে যে দু’জন নির্বাচন কমিশনার এতদিন দায়িত্বে ছিলেন, তাঁদের মধ্যে অন্যতম জ্ঞানেশ। জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের পিছনে অন্যতম ভূমিকা ছিল তাঁর। জ্ঞানেশের ছেড়ে যাওয়া পদে নিযুক্ত হয়েছেন বিবেক জোশী। ডঃ বিবেক জোশীকে নতুন নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ করা হয়েছে। তিনি হরিয়ানা ক্যাডারের ১৯৮৯ ব্যাচের একজন আইএএস অফিসার।