Country

1 month ago

Atishi slammed ED and BJP :ইডি বিজেপির রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছে : অতিশী, কটাক্ষ গোপালেরও

Atishi slammed ED and BJP
Atishi slammed ED and BJP

 

নয়াদিল্লি, ২১ মার্চ : কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (ইডি)-র বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন দিল্লির মন্ত্রী তথা আম আদমি পার্টির নেত্রী অতিশী। তাঁর মতে, ইডি বিজেপির রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছে। রক্ষাকবচ চেয়ে দিল্লি হাইকোর্টে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নতুন আবেদন প্রসঙ্গে বৃহস্পতিবার দিল্লির মন্ত্রী এবং এএপি নেত্রী অতিশী বলেছেন, "এটা খুবই স্পষ্ট যে, ইডি এখন আর স্বাধীন তদন্তকারী সংস্থা নয়। ইডি হল বিজেপির একটি রাজনৈতিক হাতিয়ার। এখন বিরোধীদের শেষ করতে ইডি-কে ব্যবহার করা হচ্ছে। তদন্তের অংশ হতে অরবিন্দ কেজরিওয়ালকে ইডি তলব করছে না, বরং তাঁকে গ্রেফতার করতে - যাতে তিনি নির্বাচনে প্রচার করতে না পারেন।"

এদিকে, ইডি-র সমালোচনা করেছেন দিল্লির মন্ত্রী গোপাল রাইও। গোপাল বলেছেন, "প্রথম দিন থেকেই এটা পরিষ্কার হয়ে গিয়েছে, ইডি জিজ্ঞাসাবাদ নিয়ে মাথা ঘামায় না। গত দুই বছর ধরে প্রশ্ন করা হচ্ছে, হাজার হাজার জায়গায় অভিযান চালানো হয়েছে কিন্তু এখনও পর্যন্ত তাঁদের কাছে কোনও প্রমাণ নেই। বারবার সমন পাঠানো হচ্ছে, যাতে অরবিন্দ কেজরিওয়ালকে কোনও না কোনও উপায়ে গ্রেফতার করা যেতে পারে। কোনও জবরদস্তিমূলক ব্যবস্থা না নেওয়ার জন্য আদালতে একটি আবেদন করা হয়েছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে তদন্তে যোগ দিতেও ইচ্ছুক ছিলাম।"


You might also like!