Country

1 day ago

Jammu and Kashmir weather report: আপাতত শুষ্ক উপত্যকার আবহাওয়া

Dry Weather to Continue in J&K
Dry Weather to Continue in J&K

 

জম্মু, ১৫ মে : আগামী রবিবার পর্যন্ত জম্মুতে দিনের তাপমাত্রা বৃদ্ধি পাবে। জম্মুর পাশাপাশি কাশ্মীরেও বাড়তে পারে তাপমাত্রা। জম্মু ও কাশ্মীরের আবহাওয়া দফতর তরফে জানা গেছে, আগামী রবিবার পর্যন্ত জম্মু ও কাশ্মীরের প্রায় সর্বত্রই শুষ্ক আবহাওয়া থাকবে। এইসময়ে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন বিশেষ করে জম্মু বিভাগে দিনের তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে। চাষিদের আগামী রবিবার পর্যন্ত চাষাবাদ চালিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

You might also like!