Country

1 month ago

Sharad Pawar: ভবিষ্যতে কোনও নির্বাচনে লড়তে চাই না : শরদ পওয়ার

Sharad Pawar
Sharad Pawar

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- ভবিষ্যতে কোনও নির্বাচনে লড়তে চাই না। জানিয়ে দিলেন এনসিপি-এসসিপি প্রধান শরদ পওয়ার।  মহারাষ্ট্রের বারামতীতে শরদ পাওয়ার বলেছেন, "আমি ক্ষমতায় নেই, আমি রাজ্যসভার একজন সদস্য৷ কিন্তু এখন আমার মেয়াদের মাত্র দেড় বছর বাকি। দেড় বছর পরে, আমি আবার রাজ্যসভায় যাব কি না, আমাকে ভেবে দেখতে হবে। আমি লোকসভা নির্বাচনে লড়ব না। আমি এখন কোনও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব না।"

শরদ পওয়ার আরও বলেছেন, "আমি এ পর্যন্ত ১৪টি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি। এসব নির্বাচনে আপনারা আমাকে কখনোই ঘরে যেতে দেননি, সব নির্বাচনেই আপনারা আমাকে বিজয়ী করেছেন। আপনারা আমাকে প্রতিটি নির্বাচনে জিতিয়েছেন কিন্তু আমাকে কোথাও তো থামতে হবে। নতুন প্রজন্মকে নিয়ে আসতে হবে। কিন্তু এর মানে আমি সমাজসেবা ছাড়িনি। আমি ক্ষমতা চাই না, কিন্তু আমি মানুষের সেবা ছেড়ে যাইনি।

You might also like!