Country

3 weeks ago

TMC leaders still in police station: এজেন্সিকে বিঁধলেন দোলা, বললেন ইডি ও সিবিআই বিজেপির শাখা অফিসে পরিণত

Dola slammed the agency, said ED and CBI have become branch offices of BJP
Dola slammed the agency, said ED and CBI have become branch offices of BJP

 

নয়াদিল্লি, ৯ এপ্রিল: দিল্লি পুলিশ যাওয়ার অনুমতি দিয়েছে, তবুও নিজেদের 'আটক' করে রেখেছেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলের সদস্যরা। মঙ্গলবার সকালেও দিল্লির মন্দির মার্গ থানায় নিজেদের আটক করে রেখেছেন দোলা সেন, ডেরেক ও'ব্রায়েনরা। দিল্লি পুলিশ অবশ্য জানিয়েছে, "আমরা তাঁদের অব্যাহতি দিয়েছি। আমরা তাঁদের যেতে বলেছি, কিন্তু তৃণমূল নেতারা নিজেরাই যাননি।" এদিনই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী দোলা সেন। তিনি বলেছেন, "আইটি (আয়কর দফতর), ইডি এবং সিবিআই-কে বিজেপির শাখা কার্যালয় হিসাবে বিবেচনা করা হয়। আদর্শ আচরণবিধি লাগু হয়েছে। এনআইএ, সিবিআই, ইডি এবং আইটি বিরোধীদের বিরক্ত করছে, যাতে তাঁরা অবাধ ও সুষ্ঠু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করে। সাংবিধানিকভাবে, আইনশৃঙ্খলা রাজ্যের বিষয়... তাই আমরা নির্বাচন কমিশনে এসেছি (আমাদের দাবি নিয়ে)... আমরা শান্তিপূর্ণ প্রতিবাদ করছিলাম, কিন্তু পুলিশ আমাদের আটক করেছে।"

উল্লেখ্য, কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের অভিযোগ তুলে সোমবারই দিল্লিতে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে দেখা করে তৃণমূলের ১০ জনের প্রতিনিধি দল। কমিশনের কাছে নিজেদের অভিযোগ এবং দাবি জানিয়ে বাইরে এসে ধর্নায় বসে পড়েন তাঁরা। ২৪ ঘণ্টা ধর্নায় বসার ঘোষণা করেন তৃণমূল নেতারা। কিন্তু কয়েক মিনিট পরেই সেই ধর্না তুলে দিতে আসরে নামে দিল্লি পুলিশ। প্রথমে পুলিশ তৃণমূল প্রতিনিধি দলের সদস্যদের কমিশনের সামনে থেকে সরে যেতে বলে। কিন্তু ২৪ ঘণ্টার আগে তাঁরা ধর্না তুলবে না, এমন দাবিতেই অটল থাকে তৃণমূল প্রতিনিধি দল। তার পরই ধর্না তুলতে শুরু করে পুলিশ। শুরু হয় দু’পক্ষের মধ্যে ধস্তাধস্তি। একে একে বিক্ষোভরত তৃণমূল সাংসদদের টেনেহিঁচড়ে বাসে তোলে পুলিশ। আটক করে থানায় নিয়ে যাওয়া হয় তাঁদের।


You might also like!