নয়াদিল্লি, ২২ জানুয়ারি : কনকনে ঠান্ডায় কাঁপছে রাজধানী দিল্লি, প্রবল শীতের মধ্যেই কুয়াশার দাপটও দিন দিন বাড়ছে। বুধবারও কুয়াশার চাদরে আচ্ছন্ন থাকল জাতীয় রাজধানী দিল্লি। সকাল পর্যন্ত দিল্লির বিভিন্ন অংশ কুয়াশার চাদরে আচ্ছন্ন ছিল। দিল্লিতে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.০ ডিগ্রি সেলসিয়াস। কুয়াশার কারণে এদিন সকালে বিঘ্নিত হয়েছে ট্রেন পরিষেবা। তবে ঘন কুয়াশা থাকলেও, নতুন দিল্লি রেল স্টেশন থেকে অধিকাংশ ট্রেন এদিন সকালে দেরিতে ছেড়েছে।
ভারতীয় রেল জানিয়েছে, দেশের বিভিন্ন স্থানে ঘন কুয়াশার কারণে মোট ৯টি দেরিতে চলছে। এই ট্রেনগুলির মধ্যে রয়েছে - ব্রহ্মপুত্র মেল, পূর্বা এক্সপ্রেস, বৈশালী এক্সপ্রেস প্রভৃতি। ঘন কুয়াশার কারণে এদিন সকালে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়ান পরিষেবাও প্রভাবিত হয়েছে।