Country

4 months ago

Nepal bus accident: নেপালের বাস দুর্ঘটনায় মৃত বেড়ে ৪১, অধিকাংশ যাত্রীই মহারাষ্ট্রের

Nepal bus accident
Nepal bus accident

 

নয়াদিল্লি, ২৪ আগস্ট : নেপালে ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ৪১। মহারাষ্ট্রের মন্ত্রী গিরিশ মহাজন শুক্রবার রাতে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ওই বাসে অধিকাংশ যাত্রীই ছিলেন মহারাষ্ট্রের বাসিন্দা। তাঁদের দেহ দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। নেপালে দুর্ঘটনাগ্রস্ত বাসটিতে মোট ৪৩ জন যাত্রী ছিলেন। বাসটি উত্তর প্রদেশ থেকে নেপালে গিয়েছিল।

শুক্রবার পোখরা থেকে কাঠমান্ডুর দিকে যাচ্ছিল বাসটি। তনহুঁ জেলার মারশিয়াংড়ি নদীতে আচমকা বাস উল্টে যায়। খরস্রোতা নদীতে বাসটিকে পড়ে থাকতে দেখা গিয়েছে। দ্রুত শুরু হয় উদ্ধারকাজ। কিন্তু যাত্রীদের মধ্যে ৪১ জনকে বাঁচানো সম্ভব হল না। দুর্ঘটনাগ্রস্ত বাসের ভারতীয় যাত্রীরা নেপালে ঘুরতে গিয়েছিলেন। পোখরা শহরের একটি রিসর্টে ছিলেন তাঁরা। বাসটিতে ছিল উত্তর প্রদেশের নম্বরপ্লেট।

You might also like!