Country

2 years ago

Manish Sisodia: মিলল না স্বস্তি, ইডি-র মামলায় ৫ এপ্রিল পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে সিসোদিয়া

Manish Sisodia
Manish Sisodia

 

নয়াদিল্লি, ২২ মার্চ : দিল্লি আবগারি নীতি মামলায় দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির নেতা মনীশ সিসোদিয়াকে আগামী ৫ এপ্রিল পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠাল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। দিল্লি আবগারি নীতিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর মামলায় ৫ এপ্রিল পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে মনীশ সিসোদিয়াকে।

গত ১৭ মার্চ মনীশ সিসোদিয়াকে ৫ দিনের জন্য ইডি-র হেফাজতে পাঠিয়েছিল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় সিসোদিয়াকে বুধবার ফের আদালতে পেশ করা হয়। তাঁকে এবার ইডি-র হেফাজতে না পাঠিয়ে, আগামী ৫ এপ্রিল পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছে আদালত।

মনীশ সিসোদিয়া এদিন আদালতে অনুরোধ জানান, বিচার বিভাগীয় হেফাজতে থাকাকালীন তাঁকে কিছু ধর্মীয় এবং আধ্যাত্মিক বই রাখতে দেওয়া হোক। সিসোদিয়ার আর্জি শুনে আদালত বলেছে, আপনি এ বিষয়ে আবেদন করুন, আমরা অনুমতি দেব।

You might also like!