Breaking News

 

Country

2 weeks ago

PM:দেশের স্বার্থে এমন প্রতিটি কাজেরই বিরোধিতা করে কংগ্রেস : প্রধানমন্ত্রী

PM Narendra Modi
PM Narendra Modi

 

বারমের, ১২ এপ্রিল : প্রথম দফার লোকসভা নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি। রাজস্থানে ভোটারদের মন জয় করতে পূর্ণ শক্তি নিয়ে ঝাঁপিয়েছে বিজেপি। প্রবীণ বিজেপি নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার রাজস্থানের বারমেরে জনসভা করেছেন। এই নির্বাচনী জনসভা থেকে কংগ্রেসকে একহাত নিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, "দেশের স্বার্থে এমন প্রতিটি কাজেরই বিরোধিতা করে কংগ্রেস। কংগ্রেস সেই সব শক্তির পাশে দাঁড়িয়েছে যা দেশবিরোধী।" প্রধানমন্ত্রীর কথায়, "কংগ্রেসের চিন্তাধারাই উন্নয়নবিরোধী। কংগ্রেস দেশের সীমান্তবর্তী গ্রামগুলিকে দেশের শেষ গ্রাম বলে। এসব মানুষ ইচ্ছাকৃতভাবে সীমান্তবর্তী জেলা ও গ্রামগুলিকে উন্নয়ন থেকে বঞ্চিত করেছে।" মোদী বলেছেন, "সীমান্তবর্তী এলাকা ও সীমান্তবর্তী গ্রামগুলিকে আমরা শেষ গ্রাম নয়, দেশের প্রথম গ্রাম হিসেবে বিবেচনা করি।"

প্রধানমন্ত্রী মোদী এদিন আরও বলেছেন, "দেশের শেষ সীমান্ত পর্যন্ত সড়ক-মহাসড়ক তৈরি করছে বিজেপি সরকার। আমরা বারমেরে একটি মেডিকেল কলেজও খুলেছি। এখন বারমেরে ৭২ হাজার কোটি টাকা ব্যয়ে একটি শোধনাগার শুরু হতে চলেছে। আগামী সময়ে এই এলাকায় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং তরুণদের জন্য নতুন পথ তৈরি হবে।" প্রধানমন্ত্রী মোদীর কথায়, "কংগ্রেসের ইস্তেহারে মুসলিম লীগের ছাপ রয়েছে, যা দেশভাগের জন্য দায়ী। এখন আইএনডিআই জোটের অন্তর্ভুক্ত আরেকটি দল দেশের বিরুদ্ধে অত্যন্ত বিপজ্জনক ঘোষণা করেছে। যে পোখরানের ভূমি ভারতকে পারমাণবিক শক্তি দিয়েছিল, এখন আইএনডিআই জোট বলছে আমরা ভারতের পারমাণবিক অস্ত্র ধ্বংস করব।আইএনডিআই জোট ভারতের মতো একটি দেশের পারমাণবিক অস্ত্র ধ্বংস করতে চায়, যার দু'টি প্রতিবেশীর কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে। এটা কী ধরনের জোট, যা ভারতকে শক্তিহীন করতে চায়?"


You might also like!