নয়াদিল্লি : মহিলা সংরক্ষণ বিল নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস। পার্টির রাজ্যসভার সদস্য কেসি বেনুগোপাল সংসদ ভবনে সংবাদিকদের বলেন, এই বিলের সুবিধা শীঘ্রই মহিলারা পাওয়ার আশা নেই। নারী সংরক্ষণ নিয়ে মোদী সরকারের নীতি ও উদ্দেশ্য বোঝার বাইরে।
কেসি বেনুগোপাল আরও বলেন, মহিলা সংরক্ষণ বিলে স্পষ্টভাবে লেখা আছে যে আদমশুমারি এবং সীমানা নির্ধারণের পরেই মহিলাদের সংরক্ষণ হতে পারে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মহিলারা কতদিন এই সংরক্ষণের ফলে সুবিধা পাবেন সেটা সরকারের স্পষ্ট করে জানানো উচিত বলেও মন্তব্য করেন কংগ্রেসের রাজ্যসভার সদস্য কেসি বেনুগোপাল। বেণুগোপাল আরও বলেন, মহিলা সংরক্ষণের অধীনে এসসি, এসটি-র জন্য সংরক্ষণ রয়েছে কিন্তু ওবিসিরা কবে সংরক্ষণের আওতায় আসবে তার ঠিক নেই। সরকার কবে এই বিষয়গুলি বিচার করবে, সেকথাও উল্লেখ করেন রাজ্যসভার সদস্য।