রায়পুর, ২৩ মে : নকশাল উপদ্রুত বস্তারে একদিন শান্তি বিরাজ করবে। নিহত কোবরা জওয়ান মেহুল সোলাঙ্কিকে শ্রদ্ধা জানাতে এসে শুক্রবার এই মন্তব্য করেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই। তিনি বলেন, নারায়ণপুর এলাকায় নকশাল ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে গুজরাতের বাসিন্দা কোবরা জওয়ান মেহুল সোলাঙ্কি প্রাণ হারিয়েছেন। আমরা তাঁকে শ্রদ্ধা জানাই। তাঁর আত্মার শান্তি কামনা করি। তাঁর আত্মত্যাগ বৃথা যাবে না। বস্তার এলাকায় শান্তি বিরাজ করবে।