নয়াদিল্লি : সাম্প্রতিক দিল্লি বিধানসভা নির্বাচনে পরাজিত হয়েছে আম আদমি পার্টি। ভোটের প্রচারের সময় বিজেপি নেতাদের মুখে থাকত, কেজরিওয়ালের শিশমহলের কথা। দিল্লির ৬, ফ্ল্যাগশিপ রোডের ওই বাংলোতে ২০১৫ সাল থেকে থাকতেন প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বিজেপির অভিযোগ, কেজরিওয়াল ওই বাসভবনের সংস্কার করিয়েছিলেন। আর সেই সংস্কারে ব্যাপক দুর্নীতি হয়েছে।
এবার সেই সমস্ত অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত শুরু করল কেন্দ্রীয় সরকার। গোটা বিষয়টি খতিয়ে দেখতে কেন্দ্রীয় পূর্ত দফতরকে নির্দেশ দেওয়া হয়েছে। এই বিষয়ে তদন্তের দাবি জানিয়ে লেফ্টেন্যান্ট গভর্নরকে চিঠি দেন দিল্লি বিজেপির প্রধান বীরেন্দ্র সচদেবা। দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার পরই ওই বাসভবন ছেড়ে দেন এএপি সুপ্রিমো। তারপর গত অক্টোবর মাসে সেই বাসভবন নিয়ে একটি রিপোর্ট জমা দিয়েছিল কেন্দ্রীয় পূর্ত দফতর। রিপোর্টে জানা যায়, ওই বাসভবনে এমন একাধিক বিলাসবহুল আসবাব, যন্ত্রপাতি রয়েছে। এবার সেই পূর্ত দফতরের কাঁধেই বাসভবনের তদন্তের দায়িত্ব তুলে দিয়েছে কেন্দ্রীয় সরকার।