Country

10 months ago

75 Rs Coin: নয়া সংসদ ভবনের উদ্বোধন ক্ষনে বড় তোফা,৭৫ টাকার কয়েন আনছে কেন্দ্র সরকার

75 Rs Coin
75 Rs Coin

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ নয়া সংসদ ভবনের উদ্বোধন ক্ষনে  দেশবাসীকে  বড় উপহার দিতে চলেছে মোদী সরকার।  নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানেই কেন্দ্রের তরফে ৭৫ টাকার কয়েন প্রকাশ করা হবে। স্বাধীনতার ৭৫ বর্ষপূর্তি উদযাপন করতেই এই কয়েন আনা হচ্ছে। বৃহস্পতিবার এই মর্মে একটি বিবৃতিও পেশ করা হয়েছে।কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে এই বার্তা জানানো হয়েছে। 

দেশের স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তি উপলক্ষে এবং নতুন সংসদ ভবনের উদ্বোধনকে স্মরণীয় করে রাখতে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে বিশেষ ৭৫ টাকার কয়েন আনা হচ্ছে।

অর্থ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, কয়েনের একটি পিঠে অশোক স্তম্ভ থাকবে। অশোক স্তম্ভের নীচে লেখা থাকবে “সত্যমেব জয়তে”। কয়েনের বামদিকে দেবনগরী হরফে লেখা থাকবে ভারত, ডানদিকে ইংরেজি হরফে লেখা থাকবে ইন্ডিয়া। মুদ্রার অঙ্ক, অর্থাৎ ৭৫ টাকাও লেখা থাকবে কয়েনের একদিকে। মুদ্রার অন্য পিঠে থাকবে সংসদ ভবনের ছবি। তার নীচে দেবনগরী হরফে লেখা থাকবে “সংসদ সংকুল” ও ইংরেজিতে “পার্লামেন্ট কমপ্লেক্স”।

গোলাকার এই কয়েনের ব্যাসার্ধ ৪৪ মিলিমিটার হবে এবং ধারে মোট ২০০০টি দাগ থাকবে। ৩৫ গ্রামের এই বিশেষ কয়েন চারটি ধাতু দিয়ে তৈরি হবে। ৫০ শতাংশ রুপো, ৪০ শতাংশ তামা, ৫ শতাংশ নিকেল ও ৫ শতাংশ জিঙ্ক মিশ্রিত করে এই কয়েন তৈরি করা হবে।

২৮ মে সংসদ  ভবনের অনুষ্ঠানের দিনই এই মুদ্রা প্রকাশিত হবে বলে জানা গিয়েছে।  


You might also like!