নয়াদিল্লি, ৬ মার্চ : তেলেঙ্গানা এমএলসি ভোটে বিজেপির ঝুলিতে এসেছে দু'টি আসন। এই দু'টি আসন জয়ের পর বিজেপি কর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। বিজেপি কর্মীদের প্রচেষ্টার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী মোদী। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করেছেন, "এমএলসি নির্বাচনে এমন অভূতপূর্ব সমর্থন দিয়ে বিজেপি তেলঙ্গানাকে আশীর্বাদ করার জন্য আমি তেলেঙ্গানার জনগণকে ধন্যবাদ জানাই। আমাদের নবনির্বাচিত প্রার্থীদের অভিনন্দন।"
প্রধানমন্ত্রী এক্স মাধ্যমে আরও লিখেছেন, "আমি আমাদের দলীয় কর্মীদের জন্য খুবই গর্বিত, যারা অত্যন্ত পরিশ্রমের সঙ্গে জনগণের মধ্যে থেকে কাজ করছেন।" উল্লেখ্য, তেলেঙ্গানা এমএলসি নির্বাচনে ৩টি আসনের মধ্যে দু'টিতে জয়লাভ করেছে বিজেপি। বিজেপি প্রার্থী চিন্নামিল আঞ্জি রেড্ডি ৪,৯৯, ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।