Country

1 day ago

Atishi Marlena: কীভাবে সরকার চালাতে হয়, তা জানেই না বিজেপি,অতিশী মারলেনা

Atishi Marlena
Atishi Marlena

 

নয়াদিল্লি, ৩১ মার্চ : দিল্লির বিজেপি সরকারের তীব্র সমালোচনা করলেন আম আদমি পার্টির নেত্রী তথা দিল্লি বিধানসভার বিরোধী দলনেত্রী অতিশী মারলেনা। তাঁর মতে, কীভাবে সরকার চালাতে হয়, তা জানেই না বিজেপি। সোমবার এক সাংবাদিক সম্মেলনে অতিশী বলেছেন, "গত ১০ বছরে, দিল্লির জনগণের ঘর থেকে ইনভার্টার উধাও হয়ে গেছে। প্রতি বছরের মতো, তাঁরা নতুন ইনভার্টার ব্যাটারি কেনেনি। এখন দিল্লিতে ইনভার্টার ও জেনারেটর ব্যবহার করা হয় না। তবে, দিল্লিতে বিজেপি সরকার গঠনের পর থেকে, বিদ্যুৎ বিভ্রাট ক্রমাগত বৃদ্ধি পেয়েছে। সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন এই ধরনের পোস্ট দেখতে পাবেন।" অতিশী আরও বলেছেন, "দিল্লি সরকারের তথ্য দেখায় যে, ১ মার্চ থেকে দিল্লির বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিভ্রাট বেড়েছে... বিজেপি সরকার চালাতে জানে না। তারা যোগ্য নয়; সেই কারণেই এখন ২৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ ব্যর্থ হয়েছে।"

You might also like!