Country

1 year ago

Bharat Joro Yatra : ভারত জোড়ো যাত্রা আজ জম্মু পৌঁছবে, অশোক নগরে হবে রাহুলের জনসভা

Bharat Jora yatra
Bharat Jora yatra

 

জম্মু, ২৩ জানুয়ারি  : সোমবার সকাল ৭টায় সাম্বা জেলার বিজয়পুর থেকে কংগ্রেসের ভারত জোড়া যাত্রা শুরু হয়। দুপুর ১২টার দিকে জম্মুর সাতওয়ারী পৌঁছায়। সাতওয়ারী চকের অশোক নগরে জনসভায় ভাষণ দেবেন রাহুল গান্ধী। কন্যাকুমারী থেকে এই যাত্রা শুরু হয়েছিল।

রাহুলের সঙ্গে যাত্রায় রয়েছেন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং, জয়রাম রমেশ, রজনী পাতিল প্রমুখ। যাত্রাকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। জম্মু ও কাশ্মীরে, কাঠুয়া, সাম্বা এবং বিজয়পুর হয়ে কড়া নিরাপত্তার মধ্যে যাত্রা সোমবার জম্মুতে পৌঁছাবে। কুঞ্জওয়ানি চকে সংবর্ধনার পর মূল অনুষ্ঠান হবে জম্মু-কাঠুয়া জাতীয় সড়কে অশোক নগরের কাছে। যাত্রাকে সামনে রেখে জম্মুতে আসা যানবাহনের রুট পরিবর্তন করা হয়েছে। জাতীয় সড়ক থেকে জম্মু শহরে আসা যানবাহনগুলিকে কুঞ্জওয়ানি চক দিয়ে প্রবেশ করতে দেওয়া হবে। এই গাড়িগুলিকে নারওয়াল হয়ে শহরে প্রবেশের অনুমতি দেওয়া হবে।

এই যাত্রা সিধাদায় বন নিরাপত্তা বাহিনীর মাঠে রাত্রি বিশ্রাম নেবে। শনিবার জম্মুর নারওয়াল মান্ডি এলাকায় বোমা বিস্ফোরণের পর অনুষ্ঠানস্থল ও রাহুল গান্ধীর নিরাপত্তা জোরদার করা হয়েছে। যাত্রাটি ৩০ জানুয়ারি শ্রীনগরের শের-ই-কাশ্মীর ময়দানে পৌঁছাবে।

You might also like!