Country

4 hours ago

Drones intercepted: কচ্ছে পাক ড্রোন গুলি করে নামালো সেনা, অমৃতসরেও প্রচেষ্টা ব্যর্থ

Army shoots down Pak drone in Kutch
Army shoots down Pak drone in Kutch

 

কচ্ছ ও অমৃতসর, ১০ মে : গুজরাটের কচ্ছে একটি পাকিস্তানি ড্রোন গুলি করে নামালো ভারতীয় সেনা। প্ৰতিরক্ষা দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, গুজরাটের কচ্ছ সেক্টরে এল-৭০ বিমান প্রতিরক্ষা বন্দুক ব্যবহার করে ভারতীয় সেনাবাহিনী একটি পাকিস্তানি সেনাবাহিনীর সশস্ত্র ড্রোন সফলভাবে মাটিতে নামিয়ে এনেছে। আবার পঞ্জাবের অমৃতসরে বাইকার ইআইএইচএ I কামিকাজে ড্রোন উৎক্ষেপণ করে পাকিস্তান, যা পঞ্জাবের আবাসিক এলাকাগুলিকে বিপন্ন করে তুলেছে। শনিবার ভোর ৫টা নাগাদ সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা বন্দুকগুলি এই প্রচেষ্টা ব্যর্থ করে দেয় এবং আকাশে সেটি ধ্বংস করে দেয়। ড্রোনটি বেসামরিক এলাকা এবং নিরীহ বেসামরিক নাগরিকদের নিশানা করে পাঠানো হয়েছিল।

You might also like!