Country

1 year ago

Anurag Thakur : পরিবারতান্ত্রিক রাজনীতি ও দুর্নীতিই কংগ্রেসের পরিচয় : অনুরাগ ঠাকুর

Anurag Singh Thakur  (File Picture)
Anurag Singh Thakur (File Picture)

 

বিলাসপুর, ১৫ নভেম্বর : কংগ্রেসের আবারও সমালোচনা করলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। বুধবার ছত্তিশগড়ের বিলাসপুরে কংগ্রেসের সমালোচনা করে অনুরাগ সিং ঠাকুর বলেছেন, "পরিবারতান্ত্রিক রাজনীতি ও দুর্নীতিই কংগ্রেসের পরিচয়।" অনুরাগ এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন, "যেখানে দুর্নীতি, সেখানেই কংগ্রেস সরকার। এখন যখন তাঁরা রাজস্থান এবং ছত্তিশগড়ের জনসাধারণের কাছে উত্তর দিতে পারছে না, তখন তাঁরা নত হয়ে গিয়েছে এবং অপমানজনক মন্তব্য করছে।"

কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর আরও বলেছেন, "মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল বেশ কয়েকটি কেলেঙ্কারি ও দুর্নীতি করেছেন এবং ১৭ নভেম্বর তাঁকে ছত্তিশগড়ের জনসাধারণের কাছে জবাব দিতে হবে। এরপর তাকে কারাগারে যেতে হবে এবং আদালতেও জবাব দিতে হবে।" কংগ্রেস শাসিত রাজ্যে মহিলাদের প্রতি অপরাধ বেড়েই চলেছে বলেও দাবি করেছেন অনুরাগ। তাঁর কথায়, "ছত্তিশগড়, রাজস্থানে কংগ্রেস সরকারের আমলে মহিলাদের প্রতি অপরাধ গগণচুম্বী। আমি ভাই এবং বোন (রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী) উভয়কেই প্রশ্ন করতে চাই, যখন তাঁদের দলের সরকারের অধীনে মহিলাদের উপর অত্যাচার এবং তরুণদের বেকার করে রাখা হয়েছিল তখন তাঁরা কোথায় ছিলেন?"

You might also like!