নয়াদিল্লি, ৭ মার্চ : দিল্লির উপ-রাজ্যপাল বিনয় কুমার সাক্সেনা শুক্রবার নতুন দিল্লির খেল গাঁওয়ের কাছে অমৃত বায়োডাইভার্সিটি পার্কের উদ্বোধন করেছেন। উদ্বোধনের পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সাক্সেনা বলেন, সরকার দিল্লির জনগণকে একটি পরিষ্কার পরিবেশ প্রদানের চেষ্টা করছে। তিনি আরও বলেন, এই পার্কের উদ্বোধন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বায়ুর মান উন্নত করার এবং শহরে সবুজ আবরণ বৃদ্ধির প্রতিশ্রুতির দিকে একটি পদক্ষেপ। অমৃত বায়োডাইভার্সিটি পার্ক ভারতের স্বাধীনতা আন্দোলনের সংগ্রামকে চিত্রিত করে। পার্কটিতে পাঁচটি থিম্যাটিক ট্র্যাক রয়েছে যা স্বাধীনতা সংগ্রামীদের সংগ্রাম এবং ত্যাগের চিত্র তুলে ধরে। অমৃত বায়োডাইভার্সিটি পার্কে জলাভূমি, তৃণভূমি এবং অন্যান্য থিম্যাটিক বাগানও রয়েছে।