Country

2 weeks ago

Lok Sabha Election 2024:বাংলায় সিটের টার্গেট কমিয়ে আনলেন অমিত শাহ, ৩৫ থেকে কতোয় নামলেন

Amit Shah
Amit Shah

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  গত নভেম্বরে রাজ্য সফরে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বঙ্গ বিজেপিকে ৩৫টি আসনের টার্গেট বেঁধে দিয়েছিলেন। সন্দেশখালি কাণ্ডের পর অবশ্য বারাসতের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেছিলেন, "৪২ এ ৪২ চাই।"

তবে লোকসভা ভোটের প্রথম দফা শুরুর ঠিক ৯ দিন আগে বাংলায় প্রথম নির্বাচনী সভা করতে  এসে বুধবার বালুরঘাটের বুনিয়াদপুরের মঞ্চ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেই টার্গেট আরও কমিয়ে দিলেন। বললেন, "এবারে বিজেপির আসন ১৮ থেকে বাড়িযে ৩০ করতে হবে!"

অসমের উদাহরণ টেনে শাহ বলেন, "অসমে অনুপ্রবেশ খতম করেছে। বাংলায় লোকসভা ভোটে ৩০ আসন পেলে এখানে সীমান্ত টপকে কোনও ‘পরিন্দা’ও ঢুকতে পারবে না।"

কেন ৩০টি আসন দরকার তার ব্যাখ্যাও দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অমিত বলেন, "সারা দেশে বিজেপির ৩৭০টি আসন নিশ্চিত করতে হবে। সেজন্য বাংলা থেকে ৩০ টি আসনে জিততে হবে।"

২০১৪ সালের লোকসভা ভোটে বাংলা থেকে মাত্র ২টি আসনে জিতেছিল বিজেপি। ঊনিশের লোকসভা ভোটে এক ধাক্কায় সেই সংখ্যাটা পৌঁছে গিয়েছিল ১৮টি তে। এবারের লোকসভা ভোটে ওই সংখ্যা দ্বিগুণ করার লক্ষ্যমাত্রা নিয়ে ভোট ময়দানে নেমেছিল বিজেপি। কিন্তু ভোট যত এগিয়ে আসছে গেরুয়া শিবিরের টার্গেটের সংখ্যা কেন কমছে তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।

রাজ্যের শাসকদল তৃণমূলের দাবি, লোকসভা ভোট যত এগিয়ে আসবে, বিজেপির এই সম্ভাব্য আসন সংখ্যা ততই কমতে শুরু করবে! যদিও গেরুয়া শিবিরের পাল্টা দাবি, সাংগঠনিক ক্ষমতার ভিত্তিতে ফলাফলের ন্যূনতম সংখ্যাটাই উনি বলেছেন।

এর আগে সম্প্রতি একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে শাহ জানিয়েছিলেন, বাংলায় এবারে বিজেপি ২৫টির বেশি আসন পাবে। অমিত শাহের কথায়, "গতবারে আমরা বাংলা থেকে ১৮টা আসনে জিতেছিলাম। এ বার ২৫টির বেশি আসন পাব।"

বিজেপি শিবিরের দাবি, শাহ এদিন সেই সংখ্যাটা ৩০ এ নিয়ে গিয়েছেন। অর্থাৎ ভোটের আগে সম্ভাব্য জয়ের আসনের সংখ্যা আরও বাড়তে পারে বলে দাবি গেরুয়া শিবিরের। 

এবারের লোকসভা ভোটে সন্দেশখালিই যে তাঁদের প্রধান ইস্যু, তাৎপর্যপূর্ণভাবে মোদীর পর এদিন রাজ্য সফরে এসে সেটাও স্পষ্ট করেছেন শাহ। সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শাহ বলেন, "‘‘সন্দেশখালির মতো লজ্জাজনক ঘটনা নিয়েও আপনি রাজনীতি করছেন!’’ 

You might also like!