জামনগর, ৪ এপ্রিল (হি.স.) : অনন্ত আম্বানির দ্বারকা পদযাত্রার অষ্টম দিনে শুক্রবার যোগ দিলেন বাগেশ্বরধামের আচার্য ধীরেন্দ্র শাস্ত্রী। অনন্ত আম্বানি ১০ এপ্রিল দ্বারকাধীশ মন্দিরে জন্মদিন উদযাপন করবেন। ১৫০ কিমি দীর্ঘ এই যাত্রায় প্রতিদিন ১০-১২ কিমি পথ অতিক্রম করছেন তিনি। ধীরেন্দ্র শাস্ত্রী পায়ে হেঁটে যোগ দেন এবং জানান, এটি ভক্তি ও শক্তির যাত্রা।