Country

1 month ago

Delhi : দূষণ থেকে ক্ষণিক স্বস্তি, দিল্লির কয়েকটি স্থানে বাতাসের গুণমানে উন্নতি

A temporary relief from pollution, improvement in air quality in some parts of Delhi
A temporary relief from pollution, improvement in air quality in some parts of Delhi

 

নয়াদিল্লি, ২৬ অক্টোবর : প্রতি বছরের মতো এবারও দিল্লি ও রাজধানী সংলগ্ন এলাকা বায়ুদূষণে নাজেহাল। শীতের অনেক আগেই দিল্লি, নয়ডা, গুরুগ্রামের বেশ কয়েকটি জনবহুল এলাকায় বাতাসের গুণগতমান ‘খারাপ’ পর্যায়ে পৌঁছে গিয়েছে। বিগত কয়েকদিনের মতো শনিবারও ধোঁয়াশার চাদরে আচ্ছন্ন থাকল রাজধানী দিল্লি। তবে, এদিন সকালে অক্ষরধাম মন্দির, ইন্ডিয়া গেট-সহ দিল্লির কয়েকটি স্থানে বাতাসের গুণমানে উন্নতি দেখা গিয়েছে।

শীত যত এগিয়ে আসছে দিল্লির বাতাসের গুণগতমান (এয়ার কোয়ালিটি ইনডেক্স) অর্থাৎ একিউআই ততই খারাপ থেকে আরও খারাপের দিকে যাচ্ছে। এই পরিস্থিতিতে শনিবার সকালে দিল্লির আনন্দ বিহার, নেহরু প্লেস, ইন্ডিয়া গেট, কর্তব্যপথ, অক্ষরধাম মন্দিরের মতো এলাকাগুলিতে বাতাসের গুণগতমান 'মন্দ' পর্যায়ে ছিল। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের দেওয়া তথ্য অনুযায়ী, অক্ষরধাম মন্দির এলাকায় এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ২১৮, ইন্ডিয়া গেটে ২৩৭।

You might also like!