পাটনা, ২৪ ফেব্রুয়ারি: পাটনায় ভয়াবহ এক দুর্ঘটনায় প্রাণ হারালেন ৭ জন। এছাড়াও কমবেশি আহত হয়েছেন ৫ জন। রবিবার রাতে পাটনার নূরা ব্রিজে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটো-রিক্সায় ধাক্কা মারে। রবিবার রাতে পাটনা শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে মসাউধি-নৌবতপুর সড়কের ওপর নূর বাজারে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
রাত তখন ৯.৩০ মিনিট হবে, একটি ট্রাক ধাক্কা মারে অটো-রিক্সায়। সংঘর্ষ এতটাই মারাত্মক ছিল যে, অটোটি সঙ্গে সঙ্গে উল্টে যায়। এরপর ট্রাকটিও নিয়ন্ত্রণ হারিয়ে অটোর ওপর উল্টে যায়। দুর্ঘটনাস্থলে ব্যাপক হৈচৈ পড়ে যায়। পুলিশ জানিয়েছে, এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৭ জনের এবং ৫ জন আহত হয়েছেন। আহতদের চিকিৎসা চলছে। অটো-রিক্সায় প্রায় এক ডজন মানুষ ছিলেন, যারা শ্রমিক হিসেবে কাজ করে বাড়ি ফিরছিলেন।