Country

4 days ago

Yogi Adityanath: ঝড়-বৃষ্টি ও বজ্রপাতে বিহার ও উত্তর প্রদেশে ৫৮ জনের মৃত্যু, শোকাহত যোগী

58 people died in Bihar and Uttar Pradesh due to storm
58 people died in Bihar and Uttar Pradesh due to storm

 

পাটনা ও লখনউ, ১১ এপ্রিল : ঝড়-বৃষ্টি ও বজ্রপাতে বিহার ও উত্তর প্রদেশে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৫৮ জন। বিহারের নালন্দাতেই সর্বাধিক মৃত্যু হয়েছে, সেখানে প্রাণ হারিয়েছেন ২২ জন। বিহারে বজ্রপাত, গাছ উপড়ে পড়া এবং দেওয়াল ধসে মোট ৩৫ জনের প্রাণহানি হয়েছে। ভোজপুরে পাঁচজন এবং গয়া জেলায় তিনজনের মৃত্যু হয়েছে। পাটনা, গোপালগঞ্জ, মুঙ্গের, সমস্তিপুর, জেহানাবাদ, মুজাফফরপুর, আরারিয়া এবং বেগুসরাই-সহ আরও বেশ কয়েকটি জেলায় হতাহতের খবর পাওয়া গিয়েছে।

উত্তর প্রদেশে ২২ জনের মৃত্যু, শোকাহত মুখ্যমন্ত্রী বিহারের প্রতিবেশী রাজ্য উত্তর প্রদেশে গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতজনিত ঘটনায় কমপক্ষে ২২ জন মারা গিয়েছেন। ত্রাণ কমিশনারের কার্যালয়ের তথ্য অনুসারে, প্রবল বাতাসের কারণে দেওয়াল অথবা ছাদ ভেঙে ও বজ্রপাতে ১৩ জন মারা গিয়েছেন এবং অনেকেই আহত হয়েছেন। কানপুর দেহাত, ফতেহপুর, ফিরোজাবাদ, কনৌজ, সন্ত কবির নগর, সীতাপুর, সিদ্ধার্থনগর, আজমগড়, আমেঠি, বারাবাঁকি এবং বালিয়া-সহ রাজ্যের ৩৬টি জেলার মধ্যে ১১টিতেই হতাহতের খবর পাওয়া গিয়েছে। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। তিনি ভারী বৃষ্টিপাত এবং বজ্রপাতের কারণে জীবন ও ফসলের ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য একটি সমীক্ষা পরিচালনা করার জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন।

You might also like!