সুকমা, ২৭ মে : ছত্তিশগড়ে নকশাল-মুক্ত ভারত অভিযানে আরও এক সাফল্য পেল পুলিশ। ছত্তিশগড়ের সুকমা জেলায় অস্ত্র ছেড়ে সমাজের মূলস্রোতে ফেরার সিদ্ধান্ত নিল ১৮ জন মাওবাদী। মঙ্গলবার পুলিশের সামনে আত্মসমর্পণ করে ওই ১৮ জন মাওবাদী। সুকমার পুলিশ সুপার (এসপি) কিরণ জি চাভান বলেছেন, "নিয়াদ নেল্লানার' প্রকল্পে প্রভাবিত হয়ে মঙ্গলবার ১৮ জন নকশাল আত্মসমর্পণ করেছে। এর মধ্যে ৪ জন নকশাল ১ নম্বর ব্যাটালিয়নের সঙ্গে যুক্ত। ৪টি ব্যাটালিয়নের অন্তর্ভুক্ত নকশালরা আত্মসমর্পণ করেছে। দক্ষিণ বস্তারে সক্রিয় নকশালরাও আত্মসমর্পণ করেছে। যেহেতু তারা আত্মসমর্পণ করেছে, তাই তারা রাজ্য সরকারের অধীনে পরিচালিত প্রকল্পগুলির সমস্ত সুবিধা পাবে। আমি সমস্ত নকশালদের আত্মসমর্পণের জন্য আবেদন করছি।"