Country

2 days ago

Major Blow to Naxals: ছত্তিশগড়ে এনকাউন্টারে ১৬ মাওবাদীর মৃত্যু, দু'জন জওয়ান আহত

16 Naxals killed in encounter with security forces in Chhattisgarh
16 Naxals killed in encounter with security forces in Chhattisgarh

 

রায়পুর, ২৯ মার্চ : নকশাল-মুক্ত ভারত অভিযানে আবারও সাফল্য মিলল ছত্তিশগড়ে। শনিবার ছত্তিশগড়ের সুকমা-দান্তেওয়াড়া সীমানায় এনকাউন্টারে মৃত্যু হয়েছে ১৬ জন মাওবাদীর, গুলির লড়াই চলাকালীন দু'জন ডিআরজি জওয়ান সামান্য আহত হয়েছেন, তাঁরা বিপদমুক্ত। শনিবার সকাল থেকে সুকমা জেলার উপমপল্লী কেরলাপাল এলাকায় নিরাপত্তা বাহিনী ও মাওবাদীদের মধ্যে গুলির লড়াই শুরু হয়। সুকমার পুলিশ সুপার কিরণ গঙ্গারাম চাভান বলেছেন, সুকমা-দান্তেওয়াড়া সীমানায় এই এনকাউন্টারে এখনও পর্যন্ত ১৬ জন মাওবাদীর মৃত্যু হয়েছে। একে-৪৭ রাইফেল, এসএলআর, ইনসাস রাইফেল, রকেট লঞ্চার, বিস্ফোরক এবং অন্যান্য আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়েছে। এখনও অভিযান জারি রয়েছে। বস্তার রেঞ্জের আইজি সুন্দররাজ পি বলেছেন, ১৬ জন মাওবাদীর দেহ উদ্ধার হয়েছে এবং দু'জন জওয়ান সামান্য আহত হয়েছেন।


You might also like!