Country

2 months ago

wayanad landslide : ওয়ানাডে ভূমিধসে মৃত্যু বেড়ে ১৪৮; শোকে স্তব্ধ কেরল, উদ্ধারকাজ চলছে জোরকদমে

wayanad landslide (symbolic picture)
wayanad landslide (symbolic picture)

 

ওয়ানাড, ৩১ জুলাই : কেরলের ওয়ানাডে ভয়াবহ ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৪৮-এ পৌঁছেছে। এখনও অনেকেই কাদামাটির স্তুপের নীচে চাপা পড়ে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। আহত হয়েছেন ১২৮ জনের বেশি মানুষ। নিহতদের মধ্যে ৩৭টি দেহ চিহ্নিত করা সম্ভব হয়েছে। এই বিপর্যয়ের আবহেই ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, বৃষ্টি এখনই থামছে না কেরলে। বৃহস্পতিবার পর্যন্ত তা চলবে। তবে, বুধবার সকাল থেকে সেভাবে বৃষ্টি হয়নি, তাই উদ্ধারকাজ চলছে জোরকদমে। পুলিশ, প্রশাসন, বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গে উদ্ধারকাজে নেমেছে সেনাবাহিনী। বায়ুসেনা বাহিনীর হেলিকপ্টারও ব্যবহার করা হচ্ছে। বুধবার দ্বিতীয় দিনে পড়ল উদ্ধার অভিযান।

প্রবল বৃষ্টি ও ভূমিধসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকার মধ্যে রয়েছে, মুন্ডাক্কাই, চূড়ামালা, আট্টামালা এবং নুলপুঢ়া গ্রাম। বহু মানুষ চালিয়ার নদীতে ভেসে গেছেন বলে আশঙ্কা করা হছে। ভয়ঙ্কর এই বিপর্যয়ে বিপুল প্রাণহানি ও ক্ষয়ক্ষতির জন্য গভীর শোক প্রকাশ করে কেরলে বুধবার থেকে দু'দিন শোক পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, প্রবল বৃষ্টির জেরে মঙ্গলবার ভোররাতে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটে কেরলের ওয়ানাড জেলায়। বিস্তীর্ণ এলাকা ধূলিসাৎ হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত এক হাজারের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে।

You might also like!