Cooking

1 year ago

Jamai Shasthi Special Recipe: জামাই ষষ্ঠীর বিশেষ পদ ‘জিরা-পনির রাইস’!

Zeera Paneer Rice (Symbolic Picture)
Zeera Paneer Rice (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বাঙালির বারোমাসে তেরো পার্বণ। আর সামনেই জামাই ষষ্ঠী। তাই জামাইকে নতুন কিছু রেসিপি খাওয়াবেন না তা কি করে হয়? আপনার জন্য রইল 'জিরা পনির রাইসের' এই অভিনব রেসিপি। 

কিভাবে বাড়িতে বানাবেন এই প্রিপারেশন? 

উপকরণ

বাসমতি চাল- ২ কাপ

গোটা জিরা- ১ চা চামচ

জিরা গুঁড়ো- দেড় চা চামচ

তেজ পাতা- ১টি

দারচিনি- ১টি

লবঙ্গ- ৩টি

এলাচ- ৩টি

শুকনো লঙ্কা- ২টি

ভাঙা কাজু- অর্ধেক কাপ

পনির- ১০০ গ্রাম

কাঁচা লঙ্কা- ৩টি

ধনে পাতা কুচি- হাফ কাপ

কেওড়া জল- ১ চামচ

গোলাপ জল- ১ চামচ

নুন- স্বাদ অনুসারে

চিনি- স্বাদ অনুসারে

সাদা তেল- পরিমাণ মতো

প্রণালী

বাসমতি চাল ভালো করে ধুয়ে ঘণ্টা দুয়েক ভিজিয়ে রাখুন। ঝরঝরে করে সিদ্ধ করে নিন।

পনির ছোটো ছোটো করে টুকরো কেটে নিন।

কাঁচা লঙ্কা এবং ধনে পাতা কুচিয়ে রাখুন।

কড়াইয়ে তেল গরম করে তাতে তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ এবং এলাচ ফোঁড়ন দিন।

সুগন্ধ উঠলে এতে দিয়ে দিন গোটা জিরা।

জিরা সামান্য বাদামি হয়ে উঠলেই এতে দিয়ে দিন পনিরের টুকরো, কাঁচা লঙ্কা কুচি, জিরা গুঁড়ো এবং ভাঙা কাজু। হালকা হাতে মিশিয়ে নিন। খেয়াল রাখবেন পনির যেন না ভেঙে যায়।

এবার এতে ভাত দিয়ে দিন। সব ভাত একসঙ্গে দেবেন না। তাতে মশলা ঠিক মতো মিশবে না। দুই হাতা ভাত মশলায় দিয়ে ভালো করে মিশিয়ে নিন। ফের দুই হাতা ভাত দিয়ে মেশান। এভাবে পুরো ভাতটাই মশলায় মেশাতে হবে।

দিয়ে দিন স্বাদ মতো নুন, চিনি এবং ধনে পাতা কুচি।

খুব ভালো করে মেশান।

এবার দিয়ে দিন কেওড়া ও গোলাপ জল। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে কম আঁচে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখুন। পরিবেশনের আগে ঢাকাটা খুলবেন।

You might also like!