Cooking

11 months ago

Kheer Patisapta: আসন্ন পৌষে বানিয়ে ফেলতে পারেন ক্ষীরের পাটিসাপটা! রইল রেসিপি

Kheerer Patishapta (File Picture)
Kheerer Patishapta (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সামনেই পৌষ মাস। আর এই সময় ভরা শীতে একটু পীঠে না বানালে চলে। তাই আজ আপনাদের জন্য নিয়ে এলাম মন ভালো করা ক্ষীরের পাটিসাপটা। 

উপকরণ :

ময়দা ১ কাপ,

নতুন আতপ চালের গুঁড়ো ১/২ কাপ,,

সুজি ১/৪ কাপ,

চিনি ১/২ কাপ,

দুধ ৩ কাপ,

সাদা তেল ১/২ কাপ অথবা সমপরিমাণ গলিয়ে নেওয়া ঘি

প্রণালী :

আতপ চাল ১০০ গ্রাম নিয়ে মিক্সার গ্রাইন্ডারে ভালো ভাবে গুঁড়ো করে নিতে হবে (সব টুকু একসাথে দরকার না হতেও পারে) ।

বড় একটা গামলা নিয়ে এতে ময়দা, চাল গুঁড়ো, সুজি ও চিনি নিয়ে ভালো করে মিশিয়ে এর মধ্যে অল্প অল্প করে দুধ মিশাতে হবে আর নাড়তে থাকতে হবে । দেখতে হবে কোনো দানা যেন না পাকিয়ে যায় ।

এই মিশ্রণটি অর্ধতরল হবে । সে ক্ষেত্রে সম্পূর্ণ দুধ মেশানোর আগেও সেই রকম তরল মিশ্রণ হয়ে যেতে পারে । বেশি জমাট হয়ে গেলে সামান্য দুধ দরকার হতে হবে । আর খুব পাতলা হয়ে গেলে সামান্য চাল গুঁড়ো মিশানো যেতে পারে ।

এরপরে মিশ্রণটি আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিতে হবে ।

অন্য দিকে আগের থেকে ক্ষীর বানিয়ে রাখতে হবে । আমাদের অন্তত ২০০ গ্রাম ক্ষির দরকার হবে । এই পরিমান ক্ষীর বা নলেন গুড়ের মাখা সন্দেশ নেওয়া যেতে পারে।

এবারে মাঝারি আঁচে একটা চাটু / তাওয়া গরম করতে হবে । তাওয়া গরম হলে হাতায় করে পাটিসাপটার মিশ্রণ টাওয়ার ওপরে দুই হাতা দিয়ে হাতার সাহায্যে গোল করে ছড়িয়ে দিতে হবে ।লালচে পাটিসাপটা বানাতে চাইলে পাটিসাপটা গুলো একটু কড়া করে ভাজতে হবে । তাই ৩০ সেকেন্ড অপেক্ষা করতে হবে ।

এরপরে ক্ষীর দুই চামচ নিয়ে পাটিসাপটার একধারে লম্বা লম্বি ভাবে ছড়িয়ে দিয়ে পাটিসাপটা টি সেই ধার থেকে খুন্তির সাহায্যে আস্তে আস্তে গুটিয়ে দিতে থাকতে হবে । ক্ষীরের মিশ্রণটি এভাবে সম্পূর্ণ ভাবে পাটিসাপটার মধ্যে চলে যাবে । তাহলেই লালচে পাটিসাপটা তৈরী । একটু কড়া ভাজার জন্য এটার স্বাদ অনেকেই বেশি পছন্দ করে থাকেন !

সাদা ধরণের পাটিসাপটা বানাতে গেলে পাটিসাপটার মিশ্রণ তাওয়ার ওপরে দিয়ে অপেক্ষা না করেই ক্ষীর দিয়ে আস্তে আস্তে গুটিয়ে ফেলতে হবে । এভাবে কম কম ভাজা নরম নরম সাদা পাটিসাপটা বানানো যাবে !

পাটিসাপটার মিশ্রণ হাতায় করে সমান ভাবে না ছড়াতে পারলে আরো অন্য একটা পদ্ধতি তে কড়া যেতে পারে । তাওয়া তে পাটিসাপটার মিশ্রণ দিয়ে সাঁড়াশি দিয়ে তাওয়া টা ধরে একটু ঘুরিয়ে মিশ্রণটি সব জায়গায় ছড়িয়ে সমান গোল আকার বানানো যায় । এই পর্যায়গুলো ভিডিওতে দেখলে সুবিধা হবে বুঝতে ।

আর এইভাবেই সব পাটিসাপটা গুলো তৈরী করা হয়ে যাবে । তারপর হালকা গরম বা ঠান্ডা করে এই ক্ষীরের তৈরী সুস্বাদু পাটিসাপটা খাওয়া যাবে।

You might also like!