Breaking News
 
BJP candidate Mukesh Dalal in Surat center:ভোটের আগেই জয়!বিনা 'যুদ্ধে' জয়ী বিজেপি প্রার্থী, ক্রোনোলজি বুঝতে বলল কংগ্রেস Aligarh Muslim University:প্রথমবার মহিলা উপাচার্য পেল আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়,১০০ বছরের ইতিহাসে এই প্রথম Lok Sabha Election 2024:তাপপ্রবাহের জন্য ভোট কম,নতুন নির্দেশিকা জারি নির্বাচন কমিশনের Passenger agitation in Howrah Station:সময়ে আসেনি ট্রেন,হাওড়া স্টেশনে যাত্রী বিক্ষোভ,ভাঙচুরের চেষ্টা ক্ষুব্ধ জনতার US President Donald Trump:ট্রাম্পের ঘুষ দেওয়ার ঘটনা ছিল ‘নির্ভেজাল নির্বাচনী জালিয়াতি’ Kabir Shankar Bose :প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আক্রমণ কল্যাণের, বার কাউন্সিলকে কল্যাণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ কবীর শঙ্কর বসুর

 

Cooking

10 months ago

IPL 2023 Special Snacks: আইপিএলের ফাইনালের ফাঁকে খান এই কয়েকটি স্ন্যাকস

A family enjoying IPL Match (Symbolic Picture)
A family enjoying IPL Match (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ   আজ জমে উঠবে আইপিএলের আসর। একদিকে মহেন্দ্র সিংহ ধোনি ও অন্যদিকে হার্দিক পাণ্ড্যর হাড্ডাহাড্ডি লড়াই দেখতে মুখিয়ে আছেন আপামর দর্শক। এই এতবড় আয়োজনের মাঝে আপনার বাড়িতে হয়তো বন্ধুবান্ধব, অতিথিরা আসবেন। ম্যাচের ফাঁকে মুখ না চললে কি করে হবে? তাই বানিয়ে নিন কিছু মুখরোচক স্নাকস। 

রইল কিছু স্ন্যাকস আইটেমের লিস্ট

পপকর্ন ভেল: পপকর্ন ভেজে নিয়ে টম্যাটো কুচি, পেঁয়াজ কুচি, জিরে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, চাটমশলা, বিট নুন, ভাল করে মিশিয়ে নিন। এর পর কাঁচালঙ্কা কুচি ও ধনেপাতা কুচি উপর থেকে ছড়িয়ে দিন। পরিবেশন করার আগে একটু পাতিলেবুর রস ও ঝুরিভাজা ছড়িয়ে পরিবেশন করুন। 

মশলাদার মাখানা: কড়াইতে সামান্য ঘি দিয়ে মাখানাগুলি কড়া করে ভেজে তুলে রাখুন। এ বার মাখানার সঙ্গে বিটনুন, লঙ্কার গুঁড়ো, চাটমশলা, গোলমরিচ গুঁড়ো মিশিয়ে নিন। খেলা দেখতে দেখতে এই স্বাস্থ্যকর স্ন্যাকস জমবে ভাল। 

চিকেন কবাব: বোনলেস চিকেনের ছোট ছোট টুকরো নিয়ে তার সঙ্গে জল ঝরানো দই, লঙ্কা গুঁড়ো, চাটমশলা, হলুদ গুঁড়ো, লেবুর রস, সর্ষের তেল, কসুরি মেথি ভাল করে মিশিয়ে নিন। ঘণ্টা খানেক ফ্রিজে রেখে খেলা দেখার আগে এয়ার ফ্লায়ার কিংবা তাওয়ায় অল্প তেল বা মাখনে সেঁকে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু চিকেন কবাব।

ওট্‌সের কাটলেট: ওট্‌স খানিকটা জলে ভিজিয়ে সেই মিশ্রণটি মিক্সিতে বেটে নিন তার পর তাতে পেঁয়াজ, কাঁচালঙ্কা, ধনেপাতা, টম্যাটো সব ধরনের মশলা দিয়ে টিক্কির আকারে গড়ে নিন। অল্প তেলে ভাল করে ভেজে নিলেই তৈরি সুস্বাদু নাস্তা।

মুগডাল চাট: গোটা মুগ ডাল সেদ্ধ করে তাতে পেঁয়াজ, কাঁচালঙ্কা, ধনেপাতা, টম্যাটো, লেবু মিশিয়ে চাট বানিয়েও খেতে পারেন।

You might also like!