Cooking

1 year ago

Rui Maachher Muithhya:বাঙালির নিজস্ব আবিষ্কার 'রুই মাছের মুইঠ্যা'

Rui Maachher Muithhya
Rui Maachher Muithhya

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  মুইঠ্যা বানাবেন বলে সারা সকাল নানা জায়গার বাজারে চিতল মাছ খুঁজে বেড়ালেন। অথচ সে মাছের দেখা পাওয়া গেল না। এ দিকে বাড়িতে তো মুইঠ্যা বানানোর তোড়জোড় করা হয়ে গিয়েছে। তা হলে কি মুইঠ্যা খাওয়া হবে না? চিন্তা নেই। চিতলের বদলে রুই দিয়েই কাজ চালিয়ে নিতে পারেন। চিতলের বদলে রুই দিয়ে মুইঠ্যা বানালে খেতে কেমন হবে তার জন্য তো বানিয়ে দেখতে হবে। কী ভাবে বানাবেন? রইল তার রেসিপি।  উপকরণ -

রুই মাছ, ১-২টো আলু সেদ্ধ, ১টি বড় সাইজের পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, ১টা টম্যাটো কুচি, ১ চা চামচ আদা বাটা, ১ চা চামচ লঙ্কা গুঁড়ো, ৩-৪টে কাঁচা লঙ্কা কুচি, ২ চা চামচ জিরে গুঁড়ো, ১ চা চামচ ধনে গুঁড়ো, ১ চা চামচ হলুদ গুঁড়ো, পরিমাণমতো সর্ষে তেল, ১ চামচ ঘি, ১ চা চামচ গরম মশলা বাটা, স্বাদমতো নুন ও চিনি।

 প্রণালী - 

প্রথম পর্ব - মাছ ভাল করে ধুয়ে নুন জলে সেদ্ধ করে নিন। সেদ্ধ করা মাছের কাঁটা বেছে, তার সঙ্গে আলু সেদ্ধ মেখে নিন। এর মধ্যে আদা বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি ও নুন দিয়ে ভাল করে মাখিয়ে একটি মণ্ড তৈরি করুন।

 দ্বিতীয় পর্ব - এই মিশ্রণ থেকে অল্প করে নিয়ে ছোটো ছোটো বলের আকারে গড়ে নিন। কড়াইতে তেল গরম করে মাছের মুইঠ্যাগুলো ভেজে তুলে রাখুন। ওই তেলেই পেঁয়াজ বাটা আর টম্যাটো কুচি দিয়ে একটু ভেজে নিন। পেঁয়াজের রঙ পরিবর্তন হলে আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন ও চিনি দিয়ে ভাল করে মশলা কষিয়ে নিন। প্রয়োজনে সামান্য একটু জলও দিতে পারেন।

 তৃতীয় পর্ব - মশলা কষাতে কষাতে তেল ছেড়ে এলে পরিমাণমতো জল দিয়ে ফুটতে দিন। ঝোল ফুটে ঘন হয়ে এলে ভেজে রাখা মুইঠ্যাগুলো দিয়ে দিন। আরও কিছুক্ষণ রান্না করুন। 

তারপর উপর থেকে ঘি ও গরম মশলা ছড়িয়ে নেড়েচেড়ে নামিয়ে নিন। গরম গরম সাদা ভাতের সঙ্গে জমিয়ে খান রুই মাছের মুইঠ্যা

You might also like!