Country

2 weeks ago

Trinamool: "আদিবাসী মহিলাদের নীচু দেখানো তৃণমূল নিজেরাই নীচু হয়ে যাবে", তোপ মোদীর

PM Modi (File Picture)
PM Modi (File Picture)

 

কলকাতা, ১৬ এপ্রিল: আদিবাসী মহিলাদের নীচু দেখানো তৃণমূল নিজেরাই নীচু হয়ে যাবে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার বালুরঘাটের জনসভায় তিনি এই মন্তব্য করেন। এই সঙ্গে এলাকার উন্নয়নের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে অভিযোগ করেন, “তৃণমূল সরকারের ইচ্ছেই নেই বালুরঘাটের উন্নতি করার”।

মোদী বলেন, “এই বালুরঘাটেই তিন আদিবাসী মহিলা বিজেপিতে যোগদান করেছেন। তৃণমূল সরকার বালুরঘাটের মত সীমান্তবর্তী এলাকায় যেখানে আদিবাসী বেশি সেখানে মানুষকে জেনে বুঝে গরীব করে রেখেছে। রোজগারের সুযোগ করতে দেয়নি, চিকিৎসা, শিক্ষা, স্বাস্থ্যকে এগিয়ে নিয়ে যেতে দেয়নি।”

প্রধানমন্ত্রী বলেন, “বিগত ১০ বছরে বিজেপি বালুরঘাটের উন্নতির জন্য যথাসাধ্য চেষ্টা করছে। বালুরঘাট স্টেশনকে অমৃত ভারত স্টেশনের অন্তর্ভুক্ত করেছে। একাধিক নতুন ট্রেন দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকার বালুরঘাট বিমানবন্দরের জন্য অনেক চেষ্টা করেছে। কিন্তু এখানে তৃণমূল সরকারের ইচ্ছেই নেই বালুরঘাটের উন্নতি করার। বন্দে ভারত ও উন্নত হাইওয়ে এখানের সমগ্র অঞ্চলের উন্নতি করবে।

আপনাদের স্বপ্ন আমার সংকল্প। ভাই বোন আপনাকে আমি কথা দিচ্ছি আপনার স্বপ্ন সফল করার জন্য আমি নিবেদিত। ২৪×৭ মানে ২০৪৭। দিনাজপুরের পিছিয়ে পড়ার কারণ হল কৃষক ও কারিগরদের সম্মান না দেওয়া। গঙ্গারামপুরের হ্যান্ডুলাম তাঁত, কাঠ দিয়ে তৈরি মূর্তি সব জায়গায় সমাদৃত। এখানকার কৃষকরা পাট চাষ করেন।


You might also like!