Business

1 year ago

Saraswati Puja 2023 : চরম ব্যস্ততা কুমোরটুলিতে, সরস্বতী প্রতিমা বানিয়ে লক্ষ্মীলাভের আশায় মৃৎশিল্পীরা

Saraswati  Puja
Saraswati Puja

 

কলকাতা, ২৩ জানুয়ারি : হাতে আর মাত্র কয়েকদিন, তারপরই সরস্বতী বন্দনায় মাতবে গোটা বাংলা। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন। কারণ বাংলার ছেলে-মেয়েদের কাছে সরস্বতী পুজোর আনন্দের মাত্রাটাই অন্যরকম। আর এই মুহূর্তে চরম ব্যস্ততা কুমোরটুলিতে। মৃৎশিল্পীরা ব্যস্ত সরস্বতীর প্রতিমা গড়তে। গত দুই বছর করোনার কারণে সেভাবে সরস্বতী পুজোয় মাতেনি বাংলা। এবার আর নেই করোনার ভয়!

এই পরিস্থিতিতে সরস্বতী প্রতিমা বানিয়ে দু’পয়সা লাভের মুখ দেখতে চান মৃৎ শিল্পীরা। পাল্লা দিয়ে জোর কদমে প্রতিমা তৈরির কাজ চলছে কুমোরটুলিতে। চরম ব্যস্ততা মৃৎ শিল্পীদের মধ্যে। মৃৎ শিল্পীরা জানিয়েছেন, এবার যেমন পুজোর সংখ্যা বেড়েছে, তেমনই বেড়েছে ভালো প্রতিমার চাহিদা। কাজ ভালো হওয়ায় হাসি ফুটেছে প্রতিমা তৈরির কারিগরিদের মুখে।

You might also like!