Business

1 year ago

GOld Price:ক ধাক্কায় অনেকটা বাড়ল সোনার দাম

gpld2
gpld2

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সোনার দাম বৃদ্ধি এবং হ্রাস রোজকার ঘটনা। তবে আজ রবিবার এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনার দাম। ভারতে সোনার দাম নির্ভর করে দেশীয় টাকা ও ডলারের মূল্য, আন্তর্জাতিক বাজারে সোনার চাহিদা এবং দেশের অভ্যন্তরে থাকা সোনার বাজারের উপরে ‌। এছাড়া বিভিন্ন রাজ্যে ভিন্ন ভিন্ন করের হার থাকায় সোনার দামও আলাদা হয়ে থাকে। জেনে নিন রবিবার দেশের কোন শহরে সোনার দাম কত, 

কলকাতা: আজ কলকাতায় 22 ক্যারেট 10 গ্রাম সোনার দাম রয়েছে 55,300টাকা।

নয়াদিল্লি: নয়াদিল্লিতে 22 ক্যারেট 10 গ্রাম সোনার দাম রয়েছে 53,450 টাকা।

মুম্বই: এখানে 22 ক্যারেট 10 গ্রাম সোনার দাম 55,300 টাকা।

চেন্নাই: চেন্নাইতে 22 ক্যারেট 10 গ্রাম সোনার দাম 55,650 টাকা।

ব্যাঙ্গালুরু: ব্যাঙ্গালুরুতে 22 ক্যারেট 10 গ্রাম সোনার দাম 53,350টাকা রয়েছে।

অন্যদিকে কেজিতে প্রায় তিন হাজার টাকা বেড়েছে রুপোর দাম। রবিবার ১ কেজি রুপোর বাটের দাম হয়েছে ৬৯,০০০ টাকা।

প্রতিদিন বেড়েই চলেছে সোনার দাম। পাশাপাশি রূপোর পাল্লাও বেশ ভারী। সোনা রুপোর দাম কমা-বাড়া নিয়ে নাজেহাল অবস্থা মধ্যবিত্তের। মনে করা হচ্ছে, আগামী দিনে আরও বাড়তে পারে সোনার দাম! বিশেষজ্ঞদের আশঙ্কা, 60,000 টাকায় চলে যেতে পারে সোনার দাম। সেই সঙ্গে বর্তমানে সোনা কিনলে হলমার্ক দেখেই সোনা কেনা উচিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা।


You might also like!